আমার জীবন পত্রবিহীন বৃক্ষের শাখের
ফুল যেমন বেমানান তেমন
কষ্ট দিয়ে জর্জরিত একটা কাব্য কথা
সেটায় তো আমার জীবন।
আমার জীবন কোকিল পাখির মতো
যার নেই স্থায়ী কোনো আবাসন
বৃক্ষের শাখে শাখে ঘুরে বেড়ানোর মতো
সেই ভাসমান দৃশ্যটা আমার জীবন।
আমার জীবন তো মৃত নদীর মতো
যেখানে নেই কোনো জলজ প্রাণ
যেখানে তৃষ্ণার্ত মানব পাবে না কো জল
সেই নির্মম দৃশ্যটা আমার জীবন।
আমার জীবন তো সেই নির্যাতিত নিপীড়িত
দাসের মতো যার কাজ শুধু কাজ
ভ্রান্ত হল প্রহর আর প্রহর
আমার সেই কষ্টের জীবনটা।
আমার জীবন তো দুঃখের সাগর
যেখানে নেই কোনো সুখের ছোঁয়া
শুধু দুঃখ আর দুঃখের চক্র
সেই দুঃখের দৃশ্যটা আমার জীবন।
রচনাকালঃ
০১/০১/২০২০
৫৯৫জন
৫২১জন
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবি খুব আশাহত ভাবেই কাব্য সাজিয়েছেন। তারপরও মানুষ আশা নিয়েই বকাচে স্বপ্ন বুনে।
সুন্দর কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
ভালো থাকুন সদা
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল আশার ভালোবাসা।
ফয়জুল মহী
সুন্দর লেখনী।
শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
ভালো থাকুন সদা
তৌহিদ
তবুও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের।
শুভকামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল প্রিয় পাঠক
সাখাওয়াত হোসেন
সুখদুঃখ ভাগাভাগি করেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়।
চমৎকার উপস্থাপন, শুভেচ্ছা ও শুভকামনা জানাই অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সদা
আরজু মুক্তা
জীবন ক্ষণস্থায়ী। তবুও এগিয়ে যাওয়া
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম জীবন ক্ষণস্থায়ী
শুভকামনা রইল