আমার গ্রাম

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৮ জুলাই ২০২১, বুধবার, ০৭:১৩:৫১পূর্বাহ্ন ছড়া ১৪ মন্তব্য
৫+৫/৫+২ মাত্রাবৃত্ত

পদ্মা নদীর পাড়ের কাছে
আমার ছোট গাঁয়ে,
মনের মাঝে সুখটা আনে
তমাল তরু ছায়ে।
ময়না টিয়া কোকিল ঘুঘু
বহু পাখির মেলা,
গাঁয়ের ছেলে মেয়েরা করে
 তাদের সাথে খেলা।
গাঁয়ে আমার বাস করে রে
কামার জেলে চাষা,
পাখির মতো তাদের মুখে
দারুণ ভালো ভাষা।
আছেন যারা সুখী দুঃখী
মিলেমিশেই থাকে,
একে পরের বিপদে সদা
আপন করে রাখে।
ছবির মতো গ্রাম খানি যে
দেখতে লাগে ভালো,
এমন গ্রামে জন্ম মোর
 মন ভীষণ আলো।
রচনাকালঃ
২৭/০৭/২০২১
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ