আমার গল্পে শুধু তুমি

সুরাইয়া পারভীন ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৭:৩৩:০৯অপরাহ্ন চিঠি ২১ মন্তব্য

অনির্বাণ
বুকের বাম তরঙ্গে;
রোপন করা মায়া বৃক্ষ থেকে-
নির্গত অক্সিজেনে এতোটা বিষ থাকবে,
এতোটা ভয়াবহ আর বিষাক্ত হবে জানলে!
বুকের জমিনে বুনতাম না মায়া বীজ।
সযত্নে লালন করে আগলে রাখতাম না
হৃদয়ে গহীনে‌।

অনির্বাণ
আমি জানি পৃথিবীর সমস্ত গল্পের দুটো দিক থাকে। আমাদের গল্পটাও এর ব্যতিক্রম নয়!
এ গল্পেও দুটো দিক রয়েছে-
একটা তোমার আর একটা আমার।
তোমার গল্পে তুমি সম্পূর্ণ পূর্ণ  মানুষ!
উজ্জ্বল ঝলমলে আলোকিত তোমার পৃথিবী!
চাঁদ সূর্য তারায় পরিপূর্ণ তোমার নীলাকাশ!
আর আমার গল্পে শুধু তুমি,
তোমাকে ঘিরেই আমার গল্পের সূচনা!

অনির্বাণ
তাবৎ দুনিয়ার সমস্ত লাভ স্টোরিতে;
নিরানব্বই ভাগ ছেলে প্রোপজ করে।
আমাদের লাভ স্টোরি ঠিক উল্টো!
আমিই প্রথম তোমাকে জানিয়েছিলাম-
ভালোবাসার আমন্ত্রণ!

তাই তো অভিযোগ অনুযোগ না করেই-
নিঃশব্দে মেনে নিয়েছি তোমার প্রস্থান।
তোমার দেওয়া সমস্ত উপহার,
সমস্ত মায়া মমতা ভালোবাসা যন্ত্রণা হতাশা,
সযত্নে তুলে রেখেছি বুকের আলমিরাতে।
সবার অলক্ষ্যে একান্ত নিজের করে!

১১১৫জন ১০০৬জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ