আমার গন্তব্য!

সুপর্ণা ফাল্গুনী ২৭ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১১:০০:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

পনের দিন হয়ে গেলো সেই পরিচিত সুর-ব্যঞ্জনা, কাকের কা-কা, সে-ই চিরচেনা সমীরণ আমাকে জাগিয়ে তুলে না/রাগিয়ে দেয় না। সে-ই যানজট, জনজট, দূষণজট, জলজট আমাকে জড়িয়ে ধরে না বিরক্তিমাখা আলিঙ্গনে। তবুও শূণ্যতা ভর করে আছে সমস্ত দেহ-মন জুড়ে।

কোথায় যেন , কি যেন হারিয়ে ফেলেছি খসেপড়া উল্কাখন্ডের মতো -ছন্দপতন ঘটেছে জীবনে। এখানে নেই কোনো গাড়ির কালো ধোঁয়া, নেই হকারদের দৌরাত্ম তবুও উদাসীন মন আমার। বাসার পাশ দিয়েই বয়ে চলেছে অল্প প্রস্থের দীর্ঘ নাম না-জানা নদীটা কলকলিয়ে, ছলছলিয়ে। তার বুকচিড়ে বয়ে যায় ছোট ছোট ট্রলার বেসুরো আওয়াজে। বারান্দায় দাঁড়ালে অবারিত সবুজ আর নীল-স্বচ্ছ আকাশটা আমায় কাছে টানে একাকীত্বের মূর্ছনা ভুলিয়ে দিতে।

এখানেও পূবের সূর্য্য আলো দিয়ে ঘুম ভাঙ্গিয়ে যায়, পূর্ণিমার জ্যোৎস্না মাখানো রাত জাগিয়ে রাখে নীরব আমন্ত্রণে। শহুরে জীবন-যাপন এখানেও ছড়িয়ে পড়েছে বেঁচে থাকার তাগিদেই। তবুও ফেলে আসা শৈশব, কৈশোর, যৌবন কাটানো রাজধানী পিছুটানে অবিরত। সে যে আমার শিকড়, মাটির টান। ফিরতে কি পারবো সে-ই চিরচেনা বদ্ধ, গিঞ্জি, অস্বাস্থ্যকর পরিবেশে?? কোথায় আমার গন্তব্য, কোথায় শেষ ঠিকানা???

ছবি-নিজস্ব

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ