আমার কথা আমার অনুভূতি

রুমন আশরাফ ২৮ জানুয়ারী ২০২০, মঙ্গলবার, ১২:১২:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

প্রতিটি দিনই শুরু হয় খুব ব্যস্ততার মধ্যদিয়ে। ভোরে শয্যা ত্যাগের ব্যাপারটিও হয়ে গেছে নিয়মিত। ছুটিছাটাও ঠিক ওভাবে ভোগ করা যায় না যেভাবে অন্যরা করে। কর্মস্থলও বেশ দূরে পরিবার পরিজন থেকে। বিশেষ কোনও দিন কিংবা সুযোগ ছাড়া কাছের মানুষদের দেখাও বড় দায়। সারাদিন সাইট, অফিস, মিটিং, ট্রেনিং, রিপোর্ট, ইমেইল এসব করতে করতেই পেরিয়ে যায় একেকটি দিন, একেকটি মাস, একেকটি বছর। কখনও কখনও রাত জেগেও করতে হয় দাপ্তরিক কর্মকাণ্ড। কাজগুলো সবই নিয়মতান্ত্রিক। আর আমিও ধীরেধীরে হয়ে গেছি বেশ যান্ত্রিক। মাঝেমাঝেই মনে হয় শরীরের কোনও কোনও কলকব্জা হয়তো কাজ করছে না। তবুও সামলে নিই নিজেকে। দাপ্তরিক কাজে সারাদিন ইংরেজি বুলি আওড়িয়ে অবসরে বাংলা সাহিত্যচর্চা বেশ দুরূহ হয়ে পরে তখন। ব্লগের বিভিন্ন গুণী লেখক কিংবা কবিদের কাছে নিজেকে লাগে নিতান্তই তুচ্ছ। তবুও তাঁদের সান্নিধ্য, তাঁদের রচনাশৈলী বেশ ভাল লাগে। মুগ্ধ হয়ে যাই তাঁদের অসামান্য লেখনী পড়ে।

 

ভাল লেখক কিংবা কবি না হতে পারি, ভাল পাঠক হতে দোষ কি!!!

৩৯৮জন ৩২৮জন
1 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ