“আমার আমি”

রেজওয়ানা কবির ২২ আগস্ট ২০২০, শনিবার, ০১:১২:০১পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

আমার আমি, বড্ড অগোছালো।

আমার আমি, আগেই ছিলাম ভালো।

আমার আমি, শুধু থাকি কল্পনায়।

আমার আমি, শুধু তোমাকেই এই মন পেতে চায়।

আমার আমি,যখন তখন, যেখানে সেখানে, ঘুরে বেড়াতে ভালোবাসি।

আমার আমি, শত অবহেলার পরেও

তুমি না চাইলেও বার বার তোমার কাছে ফিরে আসি।

আমার আমি, একটু শব্দেই ভয়ে আঁতকে থাকি।

আমার আমি,এই তুমিটাকে

ভাল করে চিনতে এখনও ঢের বাকী।

আমার আমি, সবসময় নিজেকে সাঁজাতে পছন্দ করি।

আমার আমি, যখন হাতে কাঁচের চুরি,কপালে নীল টিপ পড়ি, তখন নিজের কাছেই নিজেকে মনে হয়, স্বর্গ থেকে নামা এক ডানাকাটা পরী।

আমার আমি,খুব বেশি আবেগপ্রবণ আর অভিমানী।

আমার আমি, এই সম্পূর্ন রাগী ছেলেটার ভিতরের তুমিটাকে জানি।

আমার আমি, অল্পতেই রেগে যাই।

আমার আমি, আরও বেশি ভেঙ্গে পড়ি যখন তোমাকে কাছে না পাই।

আমার আমি, অবচেতনে শুধুই তোমার ছবি এই দুই চোখে আঁকি।

আমার আমি,তোমাকে এত ভালোবাসি যে কখনো দিও নাকো ফাঁকি।

আমার আমিটা সত্যি অনেক ভাল,

কিন্তু তুমি বকা দিলে মুখটা অল্পতেই হয়ে যায় কালো।

আমার আমিটাতেই,

সারাজীবন তোমাকে বেঁধে  রাখতে চাই,

আর তোমার তুমিটার মাঝে আমার আমিটাকে ধরে রাখতে  চাই।।।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ