আমার অভিশপ্ত জীবন………

নিশীথের নিশাচর ২৪ জানুয়ারি ২০১৪, শুক্রবার, ০৩:৪৪:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

মানুষ হয়ে বেঁচে আছি বেঁচে থাকতে হয় বলে কিন্তু এই যে বেঁচে আছি এই বেঁচে থাকার জন্য প্রতিদিন কারো না কারো অভিশাপ পাচ্ছি।

আমরাই মানুষ অন্যায় করি সেই অন্যায়ের পাপ তো আমরা কামায় সাথে যে সকল মানুষ অন্যায় করে না তাদের কে ও এই অন্যায়ের ভাগী দার বানায়।

আমি আপনি সবাই অভিশপ্ত হচ্ছি মানুষ হয়ে জন্ম নেবার কারনে ..................

* বৃদ্ধ বাবা মায়ের বৃদ্ধা শ্রমে কষ্টের দিন গুলো কাটাচ্ছে তাদের সেই বোবা কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

* অভাবের কারণে বা প্রতারনার ফাঁদে পড়ে যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার কষ্টের বোবা কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

* প্রেমিকের প্রতারনার স্বীকার হয়ে একটি মেয়ের জীবন নষ্ট হয়ে পরিবার সমাজের কুৎসিত কথা মুখ বুঝে সহ্য করে চার দেয়ালের মাঝে চাপা কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

* প্রেমের ফাঁদে ফেলে একটি মেয়ে কে স্বপ্ন দেখিয়ে তাঁর ভেতর আরেকটি সত্তা এনে তাকে ফেলে চলে যাওয়ার পর সেই মেয়েটি তাঁর ভেতরের জীবন টা কে মেরে ফেলে সেই মরে যাওয়া শিশুটির গুমরে কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

* প্রেমিকার প্রতারণায় যে মেধাবী ছেলেটি আজ নেশা করে জীবন নষ্ট করে ফেলছে তাঁর এবং তার পরিবারের বোবা কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

* ফুটপাতে বেওয়ারিশ শিশুদের ক্ষুধার জ্বালায় বাবা মায়ের পরিবারের আদর ভালোবাসা না পাওয়ার কান্নায় অভিশপ্ত হচ্ছি

* এসিডে পুড়ে যাওয়া মেয়েটির স্বপ্ন ভাঙ্গার কষ্টে শারীরিক যন্ত্রণায় কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

* ছোট্ট কোমল মতি গৃহ পরিচারিকার মালিকের নির্মম নির্যাতনে ব্যাথায় কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

* অসহায় একটি মেয়ের ভবিষ্যৎ স্বপ্ন ধর্ষকের হাতে ধর্ষিত হয়ে সেই স্বপ্ন ভাঙ্গার কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

* কন্যা দায়গ্রস্ত পিতার যৌতুক দিয়ে কন্যা কে বিয়ে দিতে না পারার কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

* যৌতুক লোভী স্বামীর ও তার পরিবার গৃহ বধূ কে একজন মাকে নির্মম নির্যাতনের স্বীকার হয়ে সেই গৃহবধূর একজন মায়ের মুখ বুজে সহ্য করা কান্নার অভিশাপে অভিশপ্ত হচ্ছি।

এই রকম হাজার থেকে লাখো অভিশাপে প্রতিদিন প্রতিনিয়ত অভিশপ্ত হচ্ছি........
আর কতদিন যে এই সকল অভিশাপের বোঝা নিতে হবে জানি না দিন দিন বোঝা ভারি হচ্ছে।

এই অভিশপ্ত জীবনের অবসান কবে হবে ?
আর বোঝা সইতে পারছিনা কবে যে মুক্তি পাবো কবে যে এই অভিশাপের বোঝা হাল্কা হবে ?
যেদিন না ফেরার দেশে চলে যাবো সেই দিন.......

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ