
যেখান থেকে শুরু, সেখান থেকেই নতুনের সাথে পথ পরিক্রমা ; পেছনে তাকাবার আর সময় দেয়না, যে সময়।
কিছুই থেমে থাকে না কারো অপেক্ষায়। গতকালও যা নিয়ে, কি করি, কিভাবে করি ভেবে অস্থির হয়েছি তা আসলে হয়েই যায়। তা যেমনই হোক, যেভাবে হোক। আজ সেই কি করি আর থাকে না। বরং আজকের গতির রং আরেক রকম। প্রতিদিনই নতুন চিন্তা, নতুন করে বাঁচা। নতুন করে নিজেকে তৈরি করা। আরো পরিকল্পিতভাবে নিজেকে গোছানো। নিজেকে নিয়ে এগিয়ে চলা। নিজের গতি মানেই, অন্য সবার জন্য ভালো কিছু ভাবতে পারা। ভালো ভাবনারা জীবনকে এগিয়ে দেয় একধাপ। বলতে ইচ্ছে করে, চলো ; জীবনের জয়গান গাই। একা ভেবে তো আর সমাধান হয় না। সবাইকে কিছু দায়িত্ব ভাগ করে নিতে হয়।
সবার মতোন করেই সবাই চলে—– এটুকু বোঝার মতো বুদ্ধিদীপ্ত হয়ে, সবাইকে ভাববার ও সুযোগ দেয়া, দায়িত্বটা দিয়ে দেয়া। তাতেই অনেক সমাধান লুকিয়ে থাকে। আমরা খুঁজতে দেরি করি এই যা!
সোনেলায় এসে, কলম নিয়ে লিখতে পারি। এটাই বড়। ব্যক্তিজীবনে যাই করিনা কেনো ; ব্লগার পরিচয় দিতে বেশি ভালো লাগে।
সোনেলায় পুরাতন লেখক/ লেখিকাদের পাশাপাশি নতুনদের পদচারণায় মুখরিত। সমালোচনা করার মতো যোগ্যতা অর্জন করিনি। শুধু নতুন যারা এসেছেন, তাঁদের বলবো : আপনারা নিজেদের লিখা দিয়ে চলে যান। অন্যদের কাছ থেকেও তো শেখার আছে। আচ্ছা নাইবা শিখলেন! আনন্দ পাওয়াটাই বা কম কিসে? মন্তব্য করি অনেকেই। অথচ আপনারা তার জবাব না দিয়ে আর একটা লেখা দেন। বিনয় শব্দটা কি উঠে গেছে? আন্তরিকতা ও তো দরকার। একে অপরকে জানা শোনা!
আমি বা আপনি কতোটা জ্ঞানী ; সেটা অন্যরা বলে দিবে। আমি তো মনে করি, মন্তব্য করা আর তার জবাব দেয়ার বিকল্প নেই। সোনেলা একটা পরিবার। এর সুখ দুঃখ সবকিছুর সমান সমান ভাগিদার আমরা।
” Beautiful young people are gift of Nature but beautiful old people are works of art.”
সোনেলার জন্মমাসে, আসুন না ” একটু বদলে যাই। যেখানে পৃথিবী মিনিটেই বদলাচ্ছে। একটু সদিচ্ছাই যথেষ্ট।”
সবার মঙ্গল হোক। জীবন স্বস্তির হোক। আনন্দের হোক। গতিতে যেনো ক্লান্তি না আসে। উচ্ছল হোক ভরসা নিজের প্রতি, অন্যের প্রতি। প্রত্যেক সদস্য ভালো থাকুন।
শুভ হোক সোনেলার জন্মমাস।
শুভ ব্লগিং!
৪৬টি মন্তব্য
ফয়জুল মহী
এই সুন্দরী আম্রপালী হতে আমের নাম হয়েছে।এই আম্রপালীর পুরো ইতিহাস লিখবেন দিদি।
তৌহিদ
সূপর্ণা দিদির পোস্টের মন্তব্য এখানে করে ফেললেন? মনোযোগী হোন ভাই।
ফয়জুল মহী
একদিকে চোখের সমস্যা ( চোখে কম দেখি ডান চোখ অপারেশান করতে হবে ) ওয়াইফাইও সমস্যা ছিলো ।
ফয়জুল মহী
(সরি প্রথম মন্তব্য ভুলবসত হয়েছে) । শুভ হোক জন্মদিন । আপনার জন্যও শুভ কামনা ।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
ছাইরাছ হেলাল
দিন কে দিন আপনি তো ইউনিক হয়ে যাচ্ছেন, এই বর্তমানে দাঁড়িয়েই তা বলছি, সামনে চোখ ফেলে।
” Beautiful young people are gift of Nature but beautiful old people are works of art.”
এই দারুন উদ্ধৃতি থেকে শেষেরটুকু আপনার জন্যই।
আরজু মুক্তা
হায় আল্লাহ্। এখনও অতো ভালো লিখতে পারিনা। কলম খোঁচাতে খোঁচাতে, কাটাকাটি করে এতটুকু লিখছি। আমার প্রতি আপনার সুন্দর কমেন্ট আমি মাথা পেতে নিলাম। আমাকে যে যেতে হবে বহুদূর!
দোয়া করবেন।
আর আপনিও ভালো থাকবেন সবসময়।
শুভকামনা
ছাইরাছ হেলাল
আমাগো ও লগে লইয়া যাইয়েন।
আরজু মুক্তা
একখান প্রাচীন ঐতিহ্যবাহী গাড়ি, মানে গরুর গাড়ি ভাড়া করে সবাইকে নিয়ে চিলমারির বন্দর যাবো
আলমগীর সরকার লিটন
অসাধারণ সত্যকথা বলেছেন মুক্তা আপু আপনাকে অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল
আরজু মুক্তা
ভাই, আপনার জন্য থাকলো শুভেচ্ছার ফুলঝুড়ি।
আলমগীর সরকার লিটন
জ্বি আপনার জন্যও
সুপর্ণা ফাল্গুনী
ব্লগের মন্তব্য নিয়ে চমৎকার করে বললেন। আপনার পোস্ট গুলো অন্যরকম খুব ভালো লাগে। আশা করি যারা পড়বে লেখাটি, তারা তাদের মন্তব্য গুলো ঠিক মতো দিবেন। ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
আরজু মুক্তা
দোয়া করবেন। আপনিও ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
আমি একজন ব্লগার এই পরিচয় নিজেকে লেখক হিসেবে অবশ্যই সম্মানিত বোধ করায়। সকলের পদচারণায় সোনেলা এগিয়ে চলুক তার আপন গতিতে এটাই কাম্য। শুভ হোক সোনেলার জন্মোৎসব।
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু।
আরজু মুক্তা
আপনিও ভালো থাকবেন সবসময়। শুভকামনা
সুপায়ন বড়ুয়া
“সোনেলার জন্মমাসে, আসুন না ” একটু বদলে যাই। যেখানে পৃথিবী মিনিটেই বদলাচ্ছে। একটু সদিচ্ছাই যথেষ্ট।”
সুন্দর প্রত্যাশায় ভরে উঠুক আগামীর সম্ভাবনা !
ভাল থাকবেন। শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়
শামীম চৌধুরী
কবি কিটসের একটি উক্তি উল্লেখ করে মন্তব্যটা দিলাম।
“Beauty is truth & Truth is beauty”
অর্থাৎ সুন্দরই সত্য এবং সত্যই সুন্দর।
আমিও চাই লেখক থেকে পাঠক বন্ধু পর্যন্ত সবাই যেন সত্যের প্রতি নিষ্ঠাবান হয়ে সোনায় লেখি। তাহলেই সত্যের পুরস্কার সুন্দর পাবো।
আর নিজেরাও বদলাতে পারবো।
সত্যিই বলেছেন আপু-
আসুন, নিজেরা একটু বদলে যাই।
যদি সেটা পারি তবে গোটা পৃথিবী বদলে ফেলতে পারবে সোনেলার ভাই বোনেরা।
অল্প কথায় আপনার অনুভূতিতে প্রামান হলো আপনি সোনেলার একজন নিবেদিত প্রান।
সুন্দর লেখনী।
শুভ কামনা রইলো আপু।
ভালো থাকবেন।
আরজু মুক্তা
দোয়া করবেন। আপনি ও ভালো থাকবেন সবসময়।
মোঃ মজিবর রহমান
ব্লগার পরিচয় দিতে বেশি ভালো লাগে। শাহবাগ আন্দোলনের সময় হলে টের পেতেন ব্লগার পরিচয় কাকে বলে। চোরের মত থাকতাম। কখন কে বলে যে এই হলো ব্লগার। কুপা শামসু। ভয় ডর লইয়া পথে চলতাম।
এখন কুড়িগ্রামের কলেজের শিক্ষক জনাব মোঃ ফিরোজুর রহমান স্যার এর সংগে আলাপচারিতায় স্যার বলেছিলেন,” যা পড়ি মনে থাকলে এতোদিন পন্ডিত হয়ে যেতাম।” তাই বলি আমি বা আপনি কতোটা জ্ঞানী ; সেটা অন্যরা বলে দিবে। সত্য। আরজু আপু।
সুন্দর একটি লেখার জন্য অন্তর নিহিত ভাললাগা রইল।
আরজু মুক্তা
ভাই, দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা সবসময়।
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
তই এখন পড়াই হয়না তাই জানাও হয়না। শিখতে, জানতে পড়া পড়া আর পড়া এর বিকল্প নাই।
আরজু মুক্তা
ঠিক বলেছেন পড়ার বিকল্প নেই।
মোঃ মজিবর রহমান
হুম!
সাবিনা ইয়াসমিন
প্রতিটি দিনই নতুন, প্রতিদিনই নতুন কিছু ঘটে। গতকাল যেমন ফিরে আসেনা, তেমনি আগামী দিনে কি হবে কেউ জানি না। তবুও আমরা গত এবং আগামী দিন নিয়ে ভাবি। দিনগুলো নতুন করে সাজাতে চাই। সোনেলা আমাদের পরিবার। এখানে নিজেকে, নিজেদের ভাবনা গুলো প্রকাশ করি আপনজনের সাথে সব ভাগাভাগি করে নিতে। ভালো লাগে অন্যদের ভাবনা গুলো শুনে সেখানে আলোচনা করতে। হতে পারে আলোচনা বা সমালোচনা, কিন্তু করি। মন্তব্য পেয়ে ভালোলাগাটা যদি সুন্দর জবাবের মাধ্যমে দেই, তাহলে মন্তব্যকারীকে উপযুক্ত সম্মান দেয়া হয়। কিন্তু দেখা যায় অনেকেই শুধু ধন্যবাদ দিয়ে রাখেন। তখন আর সেই লেখকের লেখায় বিস্তারিত মন্তব্য করার উৎসাহ অনেকেই হারিয়ে ফেলেন। যেমন আমি। তাই মন্তব্য করার সাথে সাথে জবাব দেয়ার প্রতিও যত্নশীল হওয়া খুব প্রয়োজন। সহ ব্লগারদের প্রতি আপনার আহবান দেখে খুশি হয়েছি । সোনেলাকে নিয়ে এমন অনুভব অনুভূতি পড়ে খুব ভালো লাগলো।
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
আরজু মুক্তা
চেষ্টা করি নিজের মনমতো লিখতে, কমেন্ট করতে। অনেকসময় কবিতাগুলো বুঝতে কষ্ট হয়। তবুও বারবার পড়ে মন্তব্য করি।
দোয়া করবেন। এভাবেই যেনো সোনেলার সাথে থাকতে পারি।
আপনিও ভালো থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
দোয়া ও ভালোবাসা সব সময়ের জন্যে রইলো ❤❤
রোকসানা খন্দকার রুকু
আপনার সাথে আমিও একমত।একজন পরিপূর্ণ ব্লগার হবার জন্য অনেক কিছু প্রয়োজন। আস্তে আস্তে শিখতে হবে।শিখে নিচ্ছিও।একসময় হয়ত পরিচয় দিতে পারব একজন পরিপূর্ণ ব্লগার হিসেবে এটা ভাবলে মনটা অন্যরকম হয়ে যায়।ভাবতে ভালোই লাগে।কারন এটা মনের খোরাক জোগায়।
ভালো লাগলো। শুভ জন্মদিন সোনেলা।
শুভ কামনা আপনার জন্য।
আরজু মুক্তা
দোয়া করবেন। ভালো থাকবেন সবসময়।
শুভকামনা।
খাদিজাতুল কুবরা
আপু লেখার প্রথম অংশ একরকম ভালো লাগলো বেশ আশাব্যাঞ্জক বাণী।
পরের অংশ ও যথাযথ কেননা ব্লগিং বুঝতে হলে অগ্রজদের সুপরামর্শের প্রয়োজন আছে।
আপনি আমার লেখার জীবনে অতি আপনজন। আপনার সাথে পরিচয় না হলে হয়তো আমার ব্লগ কি জানা হতো না। তাই আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই পড়া এবং লেখালেখির এই বিস্তৃর্ণ প্রান্তরে প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য।
অনেক শুভেচ্ছা আপনার এবং কলমের জন্য।
আরজু মুক্তা
অশেষ ভালোবাসা আপনার জন্য। সোনেলা মুখরিত হোক আপনার কবিতার চাদরে। সবসময় কেউ না কেউ পথ দেখায়। পড়া আর শিখা এর বিকল্প নেই।
ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য।
প্রদীপ চক্রবর্তী
সত্য ও সুন্দরকে অনুভব করুন পৃথিবী ও প্রকৃতি আপনাকে অপার মুগ্ধতা দিবে।
নিজের প্রতিভাকে বিকশিত করুন আপনি একদিন সৃজনশীল হয়ে উঠবেন।
আপনার আহ্বানে আমরা মুগ্ধ।
শুভকামনা, দিদি।
শুভ ব্লগিং।
আপনার যথার্থ মতামত সকল ব্লগারকে অনুপ্রেরণা জাগাবে।
আরজু মুক্তা
“বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র!”
আপনার কমেন্ট ভালো লাগলো। আমি সবসময় চেষ্টা করি শেখার। একটা ছোট লেখা থেকেও আমি চাই ভালো কিছু বের করার। আর আপনাদের অসাধারণ লেখা যোগায় অনুপ্রেরণা।
শুভকামনা। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
কিছুই থেমে থাকে না কারো অপেক্ষায়। গতকালও যা নিয়ে, কি করি, কিভাবে করি ভেবে অস্থির হয়েছি তা আসলে হয়েই যায়”……কথাগুলো যেন আমার কথা।পুরো লেখায় ভিন্ন স্বাদ পেলাম। মন্তব্য বিষয়ে পড়ে আরো ভালো লাগলো। চেষ্টা আমিও করি সেই আমার মতোই। কানে তুলো আর পিঠে-++’ আসলে যার যার স্বদিচ্ছাই এখানে টানাপোড়েনে ভোগে। কাকে কি বলবো/ বলবেন? যে যার জায়গা থেকে যতটুকু করছে/করছি, দদসোনেলা এগিয়ে যাবে তাঁদের নিষ্ঠার সাথে এটুকুই বলতে পারি।
অনেক ভালো লেগেছে লেখা।
ভালবাসা ফুপি💕💕
আরজু মুক্তা
সবাই সবার নিজ নিজ জায়গা থেকে ভালো কিছু গ্রহণ করে, সুন্দর মন্তব্য করলে, পাঠকও আগ্রহী হয়।
সোনেলা এগিয়ে যাক দুর্বার গতিতে।
আপনার জন্য একরাশ ভালোবাসা
মোঃ রাশিদুল ইসলাম
সুন্দর প্রকাশ। এভাবেই এগিয়ে চলুক আমাদের সাহিত্যচর্চা, ভালোবাসা বেড়ে উঠুক শব্দের কারুকাজে।
আরজু মুক্তা
ভালো বলেছেন। ধন্যবাদ আপনাকে।সোনেলা এগিয়ে চলুক
জিসান শা ইকরাম
লেখা লেখি করি নিজের আনন্দে। লেখার বহু প্লাটফর্ম আছে। ফেইসবুকে আমরা লিখতে পারি। কিন্তু ফেইসবুকে লেখা সম্পর্কে পাঠকের বিস্তারিত মতামত আমরা পাইনা। একারনেই ব্লগে লেখি।
সোনেলার একেবারে নতুন ব্লগারগন অন্যদের লেখা পড়েন না। তাদের লেখায় মন্তব্য দিয়ে অন্যদের লেখা পড়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু সে মন্তব্য তারা পড়েন কিনা তাই ভাবছি এখন। অন্যদের লেখা না পড়লে যে নিজেদের লেখারও পাঠক কমে যাবে এটি তারা ভাবেন না। নতুনরা নিজেদেরকে অন্য সবার কাছ হতে বিচ্ছিন্ন করে রেখেছেন।
তোমার এই পোস্টটি অনেক ভালো হয়েছে। ব্লগারগন এভাবেই লেখেন।
শুভ ব্লগিং।
আরজু মুক্তা
আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না, আপনার কমেন্টের জবাব কি লিখবো!
তবে, আপনার অনুপ্রেরণায় এতটুকু আসা। যেভাবে সব বিষয়ে সব বিষয় শেয়ার করতে পারি, আবার আপনি ঠাণ্ডা মাথায় সুন্দর করে বুঝিয়ে দেন। এটা আমার জন্য টনিক। আপনার সুস্থতা কামনা করছি।
ভালো থাকবেন সবসময়।
শুভকামনা।
উর্বশী
বদলে যাও তুমি,সাথে বদলে নিও আমায়,বদলে যাওয়ার এই পালায়,পরিপূর্ণ হোক সোনেলায়,অবিরাম ভালোবাসায়।
দারুন আহবান বদলে যাওয়ার।আপনার সাথে সহমত পোষণ করছি। ভালোবাসা ও দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে যার যার অবস্থান থেকে, তাহলে সোনেলার এই উঠোন আরও প্রশস্ত হবে। আপনারা সবাই খুব ভাল লিখেন,ভাল লাগে। জানা ও শেখার তো শেষ নেই। শুভ কামনা রইলো।
যত টুকু সময় সবাই যেমন দেয়, আমার জন্য একটু কষ্টকর। তবু বদলে যেতে হবে।
আরজু মুক্তা
আপনি আমার লিখাটা বুঝতে পেরেছেন, সেজন্য ধন্যবাদ। আচ্ছা, এমনও তো করা যায়, একদিন লেখা দিলাম ; পরের ৩/৪ শুধু মন্তব্য করলাম। কিন্তু দেখা যায়, অনেকে আসেন লেখা দেন, চলে যান। এটা কি মানানসই?
ভালো থাকবেন সবমসময়।
শুভকামনা
ইঞ্জা
অসাধারণ কিছু বক্তব্য রাখলেন আপু, সত্যি অনেকেই লেখা দিয়েই শেষ, না মন্তব্যের জবাব দেয়, না অন্যদের লেখা পড়ে, খুবই দুঃখ লাগে এমন ব্লগারদের জন্য।
আরজু মুক্তা
জি, ভাই। আমারও খুব খারাপ লাগে।
ইঞ্জা
আপনি এগিয়ে চলুন আপু, অন্যরাও নিশ্চয় ফিরবে।