আমারও চাই

রোকসানা খন্দকার রুকু ২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৬:২৫:৩৬অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

বড্ড বেশিই ক্লান্ত,টানতে সেই একই প্রতিদিন,

সেই কাক ডাকা ভোর আর মধ্যরাত।

বৌমা শোনো,মা শোনো,কৈ শুনছ?

শুধু শুনছি-দৌড়াচ্ছি, শুনছি-দৌডাচ্ছি একেবারে যন্ত্র যেন॥

আমারওতো ইচ্ছে করে কাউকে শুধোতে,রিমোট হাতে মধ্য রাতে ঘুমিয়ে কফির মগে জাগতে।

ডাকাডাকি নয়,একটা নির্জনতা,পাভেজানো নদীরপাড়,গান,কবিতা,বন্ধু,আড্ডা,হুডফেলা রিকশায় কয়েকঘনটা,স্বার্থহীন একটা সম্পর্ক।

এ বয়সে নাকি এসব মানায় না।

বয়স কার বাড়ে ?মনের না শরীরের!

শরীরের যদি হয় তাহলে কেন মানা ষোড়শীপনায়।

এ বয়সে নাকি ভালোলাগা খারাপলাগা বলে কিছু নেই।

ঠান্ডা লেগে যাবার ভয়ে কিংবা ছেলেমানুষী তাই চলেনা বৃষ্টিতে ভেজা ঢং।

নদীর পাড় ধরে ছলছল পানিতে পা ভেজাতে চাওয়াও বাড়াবাড়ি।

অনেক কষ্টে হাউমাউ করে কাঁদতে থাকা বা কাউকে জড়িয়ে ধরা ন্যাকামী।

বরং কাঁদতে হবে লুকিয়ে গোপনে গোপনে।

কেউ যেন বুঝতে না পারে।

গলা ছেড়ে গান গাওয়া,গাইতে চাওয়া,

যতশত দুষ্টুমি বড়ই বেমানান।

কোন এক চাঁদনী পশর রাতে,আকাশ ভরা তারায় কারও সাথে বসতে চাওয়া লোক হাসানো বেহায়াপনা।।

আমি মানতে পাচ্ছিনা আর !!!

শান্তি চাই, স্বস্তি চাই

মন খুলে কিশোরীর মত হাসতে চাই,কাঁদতে চাই,ভিজতে চাই,চাই চাই চাই চাই।

বেহায়াপনা হবে,বেহায়া বলবেতো???

আমার কিচ্ছু করার নেই যা খুশি বল????

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ