
আমাদের সোনাচাঁদ অতি নয় সাধারণ,
পদে তার জেগে রয় সদাশয় বাঘা পণ।
খালি পা’য় দিতে দৌড় যেচে ভোর করে খোঁজ,
বেলা তিন গড়ে নেয় কথা হীন খানা রোজ।
প্রতিদিন মাঠে ধায় নিয়ে মোষ গেয়ে গান,
ফ্যালে ধাপ মেনে তাল যদি চায় পাকা ধান।
ধরে মাছ পেলে ফাঁক বিলে টুপ ফেলে জাল,
জেনো বেশ পটু তার কড়া হাত ধরে হাল।
ঠেলে নাও কাটে ঘাস আষাঢ়ের রুখে ঢেউ,
ছুটে যায় দ্বিধাহীন দিলে ডাক কামে কেউ।
অপরের হলে রোগ পাশে রয় ফেলে সব,
দুখীদের দিয়ে বুক খুঁজে ধীর অনুভব।
খ্যালে বল ভালো ঢের লোকে কয় বলবান,
মায়াময় দু’টি চোখ গোধুলীর চষে প্রাণ।
সকলের প্রিয় মুখ জেগে রয় খুলে দ্বার,
তোটকের সুরে আজ ছড়ালাম কথা তার।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৭টি মন্তব্য
হালিমা আক্তার
চমৎকার ছন্দের সৃজন। শুভ সকাল।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
চমৎকার লিখনি। শুভ কামনা অশেষ।।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আন্তরিক!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
নার্গিস রশিদ
সত্যি সুন্দর। শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
তির্থক আহসান রুবেল
কেমন যেন ছোট বেলায় দেখা গ্রাম-কম শহুরে মফস্বলের ঘ্রাণ পেলাম। নস্টালজিক ব্যপারস্যাপার
বোরহানুল ইসলাম লিটন
ঠিক বলেছেন!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
অপুর্ব বোরহান ভাই। সুন্দর ছন্দে কাব্যে আলো ছড়ালেন।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আপনার লেখা আর পাচ্ছি না কেন?
মোঃ মজিবর রহমান
আমার লিখার প্রতি খুব যত্নশীল হতে পারিনি বলেই বিরত ভাই। দোয়া করবেন যাতে সুস্থ ও ভালো থাকতে পারি।
রিতু জাহান
ছন্দের কারুকাজ খুবই ভালো লাগলো।
শব্দ ভান্ডারের সাথে শব্দের কারুকাজ দারুন করেছেন।
শুভকামনা রইলো।
লিখে চলুন।
বোরহানুল ইসলাম লিটন
’তোটক’ মানেই ছন্দের দোলা!
সুুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
সোনাচাঁদ সোনা সোনা হয়ে গেছে/আছে
সাধারণ অবশ্যই নয়, এই ভরা বন্যা-বর্ষায়।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
বাহ, কবিতার সোনাচাঁদ শুধু মাঠে, বন্দরেই নয়, সোনা সম হৃদয় দিয়ে সবার মন জয় করে নিয়েছে। ভালো থাকুক এমন সোনালী মনের সোনাচাঁদ’রা।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় তৃপ্ত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন ভালো থাকুন।