আমাদের সংসার

তৃপ্তি সেন ২ জুন ২০২১, বুধবার, ১২:০২:২১অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আমাদের যদি একটা ছোট্ট সংসার হতো?
যদি দুটো মাথার বালিশ একটা খাট
ছোট্ট একচিলতে বারান্দা
তাতে রংবেরঙের ফুল ফুটে থাকতো
এমন একটা সংসার হতো?
তবে কী জগৎ সংসারে প্রলয়ঙ্কারী বয়ে যেতো?

বৃষ্টির দিনগুলোতে বেশি করে ডাল দিয়ে খিচুড়ি,
মরিচ পেঁয়াজে ঝাঝালো করে ডিম ভাজা
আর সামান্য আচার
তোমার পাতে তুলে দেওয়া সংসার হতো
তবে কী ঈশ্বর নেমে এসে কৈফিয়ত নিতেন?

স্নান থেকে বেরোলে তোমার মাথাভরা চুল থেকে
অযাচিত জল মুছে দিতে দিতে
বকে দেওয়া একটা সংসার হতো যদি
তবে কী খুব ক্ষতি হয়ে যেতো!

ছুটির দিনে বেলা করে ঘুম থেমে উঠা
তোমাকে বাজারের ব্যাগ হাতে পাঠিয়ে দেওয়া সংসার    যদি হতো
তবে কী খুব খারাপ হতো?

প্রেয়সী হিসেবে অর্ধাঙ্গিনী হিসেবে কী খুব খারাপ    হতাম!
আজন্ম সলজ্জ সাধ
দুটো হাত এক করে হেটে যাওয়া সমুদ্র পাড়,
বড় বেশি চাওয়া তো ছিলো না!

তবে ঈশ্বর কেনো ফিরিয়ে নিলেন কলমের কালি
লিখে দিলেন দীর্ঘশ্বাস তোমার আমার সংসারের বদলে?

এবার ঈশ্বরের বিরুদ্ধে যাবো
আমাদের সংসার চাইতে পরজন্মে তোমার পাতে সুগন্ধি লেবু দিয়ে দুমুঠো লক্ষীদীঘা চালের ভাত দেওয়ার বর যেনো  দেন।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ