
আমাদের যদি একটা ছোট্ট সংসার হতো?
যদি দুটো মাথার বালিশ একটা খাট
ছোট্ট একচিলতে বারান্দা
তাতে রংবেরঙের ফুল ফুটে থাকতো
এমন একটা সংসার হতো?
তবে কী জগৎ সংসারে প্রলয়ঙ্কারী বয়ে যেতো?
বৃষ্টির দিনগুলোতে বেশি করে ডাল দিয়ে খিচুড়ি,
মরিচ পেঁয়াজে ঝাঝালো করে ডিম ভাজা
আর সামান্য আচার
তোমার পাতে তুলে দেওয়া সংসার হতো
তবে কী ঈশ্বর নেমে এসে কৈফিয়ত নিতেন?
স্নান থেকে বেরোলে তোমার মাথাভরা চুল থেকে
অযাচিত জল মুছে দিতে দিতে
বকে দেওয়া একটা সংসার হতো যদি
তবে কী খুব ক্ষতি হয়ে যেতো!
ছুটির দিনে বেলা করে ঘুম থেমে উঠা
তোমাকে বাজারের ব্যাগ হাতে পাঠিয়ে দেওয়া সংসার যদি হতো
তবে কী খুব খারাপ হতো?
প্রেয়সী হিসেবে অর্ধাঙ্গিনী হিসেবে কী খুব খারাপ হতাম!
আজন্ম সলজ্জ সাধ
দুটো হাত এক করে হেটে যাওয়া সমুদ্র পাড়,
বড় বেশি চাওয়া তো ছিলো না!
তবে ঈশ্বর কেনো ফিরিয়ে নিলেন কলমের কালি
লিখে দিলেন দীর্ঘশ্বাস তোমার আমার সংসারের বদলে?
এবার ঈশ্বরের বিরুদ্ধে যাবো
আমাদের সংসার চাইতে পরজন্মে তোমার পাতে সুগন্ধি লেবু দিয়ে দুমুঠো লক্ষীদীঘা চালের ভাত দেওয়ার বর যেনো দেন।
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক কাব্যিক কথা অনেক শুভেচ্ছা রইল ——–
তৃপ্তি সেন
কৃতজ্ঞতা সমেত ধন্যবাদ
আরজু মুক্তা
সোনেলায় স্বাগতম। বেশি করে লিখুন।
কবিতার কাব্যিক ছন্দ মন মাতালো। আসলে আমরা ভাবি একটা হয় আর একটা। কেনো যে বিধাতা এমন খেলা খেলেন?
শেষের লাইনটাতে আশাবাদ। ঈশ্বর নিশ্চয় মঙ্গল চাইবেন।
তৃপ্তি সেন
ধন্যবাদ প্রিয় আপু।ভালোবাসা জানবেন।শুভেচ্ছা আপনাকেও।
রোকসানা খন্দকার রুকু
সোনেলায় স্বাগতম। বেশি করে লিখুন।
সব কিছু ঠিকঠাক থাকার পরও কিছু সংসার শুরু হয় না এটি অতি কষ্টের। তবুও প্রাথ্না পরজনমে যেন তাকেই পাই। শুভ কামনা অশেষ
তৃপ্তি সেন
ভালোবাসা জানবেন
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার সোনা ভরা আঙ্গিনায় স্বাগতম আপনাকে। মানুষ চায় এক হয়ে যায় অন্যকিছু । এমন সংসারের স্বপ্ন সবাই লালন করে। দীর্ঘশ্বাস কেটে ঝলমলে রৌদ্রজ্জ্বল আকাশ ধরা দিক। নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম।
বন্যা লিপি
খুব কী প্রলয়ঙ্করী কিছু হয়ে যেত!
যদি মাঝ রাত্তিরে হ্যাচকা টানে ঘুম থেকে জাগিয়ে দিয়ে আবদার ধরে বসতাম, দেখো, আকাশ ভেঙে বৃষ্টি এসেছে! আমি বৃষ্টি দেখব তোমার সাথে”
খুব খারাপ কিছু কী হতো!
এমন একটা সংসার! দরজা খুলে দিলেই তুমি আমায় চমকে দিয়ে,বলতে- আজ আর ঘরে যাবনা,চলো সমুদ্র দেখে আসি!”……..….
——– প্রথম কবিতায় বাজিমাৎ। এলেন দেখলেন জয় করলেন। আপনাকে স্বাগতম। আপনার লেখায় সোনেলা সমৃদ্ধ হোক। নিয়মিত লিখুন। সকলের সাথেই থাকুন। এখানে আমরা সবাই” আমরা- আমরাই তো!”
নিরন্তর শুভ কামনা🏵️🏵️🌺🌺🌹🌹
তৃপ্তি সেন
ভালোবাসা প্রিয়। মন জয় করার এক আকাশস্পর্শী আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সাথে পথচলা শুরু করলাম।শুভেচ্ছা জানবেন।
তৃপ্তি সেন
ভালোবাসা প্রিয়। মন জয় করার এক আকাশস্পর্শী আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সাথে পথচলা শুরু করলাম।শুভেচ্ছা জানবেন।আপনার মন্তব্য আমার মন ছুঁয়েছে।
জিসান শা ইকরাম
এমন সংসার আমরা সবাইই চাই,
কোনো কারণ ব্যতীত এমন সংসার না পাওয়া গেলে ইশ্বরের উপর অভিমান করাই যায়।
খুব সুন্দর কবিতা।
সোনেলার উঠোনে স্বাগত আপনি,
নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
বুঝি সবাই শুধু শুধুই ছোট্ট সংসার চাই তাহলে জন্মজন্মান্তরের বংশ বিস্তার কি হবে!
সোনেলার সোনা ভরা বাগানে আপনার সুন্দর কাব্যিক আমাকে মুগ্ধ করেছে। আপনার ইচ্ছা পুর্ন হোক।
হালিম নজরুল
চমৎকার স্বপ্ন এঁকেছেন কবিতায়।
হালিমা আক্তার
এমন একটি সংসার সবাই চায়। কেউ পায় কেউ পায় না। এটাই হয়তো বিধির বিধান। চমৎকার কাব্যিকতায় মোড়ানো কবিতা। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
যদি সব কিছুই পাওয়া হতো তবে সংসারটা নিশ্চিত স্বর্গে পরিনত হয়ে যেতো। সুন্দর কবিতায় ভালো লাগা রইলো।
সোনেলা পরিবারে স্বাগত জানাই। নিয়মিত লিখুন,
ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
তৃপ্তি সেন
শ্রদ্ধা ও ভালোবাসা