আমাদের লীলাবতী

শুন্য শুন্যালয় ৫ অক্টোবর ২০১৫, সোমবার, ১২:০৬:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬৮ মন্তব্য

দেখতে কার না ইচ্ছে করে! নিজের বেলায় ষোলআনা ঠিকই গুছিয়ে নিয়েছেন, আমাদের বেলায় লবডংকা, বলি এত্তো দেমাগ ভালো না।
কার কথা বলছি? কার আবার? ঢংগী, দেমাগী লীলাবতী।
বারমুডা ট্রায়াংগেলের রহস্যের মতো ম্যাডাম আজও আমাদের ছোঁয়াছুঁয়ি তো দূরের কথা দেখাদেখিরও বাইরে। তবে তিনি ডানাওয়ালা পরী কিংবা লেজযুক্ত মৎস্যকন্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেজন্যেই এত্তো আড়াল আমরা বুঝি। তবে আমিতো শুন্য, সবজায়গায় নিমিষেই চলে যেতে পারি,  আমার হাত থেকে কারো নিস্তার নাই, দেখে ফেলেছি তাহার রূপ। পর্দা খানা উঠিয়ে এবার আমি সোনেলার সবার কাছে তা উন্মুক্ত করে দিতেই চাই। নারীর রূপের সীমা নাই, তাই বলে এত্তো? বহুরূপী লীলাবতী, এবার তোমার লীলা শেষ।

56385659_XSমানুষকে লজ্জায় ফেলে দেন অহরহ, তাই বলে কি তিনি বেশরম, মোটেই না। লাজুকলতা লীলু।
লজ্জা

indexজীবন মানেই প্রশ্ন আর প্রশ্নোত্তর। লীলাবতীর জন্মাবধি সবাইরে এমনে জ্বালায় খাইলো, জ্বালানি।
আসুন প্রশ্নোত্তর পর্বে অংশ নেই

long-hair-girls_blogspot_comতার নাকি ইয়া লম্বা চুল। রাজপুত্ররা চুল বেয়ে রাজপ্রাসাদে ওঠার প্র্যাক্টিস শুরু করে দাও।
চুল

funny-baby-girl-and-boy-fight--4684 []জালিম লীলাবতী। দিল্লীকা লাড্ডু একবার খেয়েই দেখুন, তারপর কি হাল হয় আপনার দেখা যাবে।
দিল্লীকা লাড্ডু

Mean teacherকোটিপতি স্বামী খুঁজে বের করার ক্লাসেও ফাঁকিঝুঁকি? আপা, ভয় পাইছি।
কোটি পতি স্বামী খুঁজে বেড় করার স্কুল ও কলেজ- শুধু মাত্র মেয়েদের জন্য

Funny-Girl-wallpaper-hd-2012-2013-07 []প্রোফাইল পিকচার দেখে গলেছেন, কি মরেছেন, আসলে কিন্তু সে এইরকম।
সোনেলা ব্লগ কর্তৃপক্ষের প্রতি চুড়ান্ত হুশিয়ারি

annie-752x501 []সব দাঁত ভেঙ্গে সমস্ত চুল ছিঁড়ে ফেললেও এই লেখার অর্থ আমি বুঝতে পারবো না... লীলাবতী
আমার লেখা বুঝতে গিয়ে নাকি তার দাঁতের এই অবস্থা। তাইলে অন্যদের লেখা বুঝতে গেলে কি হবে একবার ভাবুন।

ভাবা যায়, এ আমাদের লীলাবতীর লেখা! শূন্যতা। যে লীলাবতীকে আমি কখনো গোমড়া মুখে দেখেছি কিনা মনে পড়েনা। ৫ ই অক্টোবর এইদিনে তার প্রথম পোস্ট, তিনটি বছর আগে। তিনটি বছর ধরে সোনেলায় মিলেমিশে আছে। আমার সাথে পাল্লাপাল্লি দিয়ে আছে, তবে আমারে হারাতে পারেনাই। হিহাহাহাহাহা (গাঁয়ে মানে না, আপনি মোড়ল)। লীলাবতী, তুমি সোনেলার আরেক নাম। তুমি ছাড়া সোনেলাই ভ্যানিশ হয়ে যাবে এক নিমিষেই। কিন্তু তুমি যদি বলো পদ্মা, মেঘনা একসাথে পাড়ি দিতে পারবোনা, আলাদা আলাদা করে দিবোনে।
www-weforwin-com28199291
এই আমাদের লীলাবতী।
থেকো এমনি করেই ধরাছোঁয়া আর দেখাদেখির বাইরে। আমাদের চক্ষু দিয়া দেখে নেবোনে তোমারে, ডাইনীবুড়ি, ফুলনদেবী, বাবুই। লাভ ইউ। (3

0 Shares

৬৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ