মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ভিড় দেখে সবাই অবাক হচ্ছে কেন? প্রতিবছর তো এমনি হয়। আমাদের দেশের বাবা মা ছেলেমেয়েরে শিশু মনে করে, লুতুপুতু করে নিয়ে বেড়াতে না পারলে তাদের ভাল লাগেনা। শহরের ছেলেমেয়ের এই সমস্যা বেশি। মফস্বলের পোলাপান তাও একা চলে আসে, শহরের ছেলেমেয়েরে মোটে ছাড়বে না, মেয়ে হলে তো কথাই নাই। ভার্সিটিতে পড়ার সময় দেখতাম ভার্সিটির বাস মিস হইলে ঢাকা শহরে বাসা যাদের তারা চিন্তায় শেষ হয়ে যাইতো ক্যামনে বাসায় যাবে তাই নিয়ে!

ইন্টার পাশ করা ছেলেমেয়ে পরীক্ষা দিতে এসেছে তার সাথে একগাদা করে মানুষ, যেন বেশি মানুষ এলে পরীক্ষা আরেকটু ভাল হবে। বিদেশে ১৬ বছর হলেই স্টুডেন্টরা নিজে কাজ করতে শুরু করে, সামারে উইন্টার ব্রেকে উইকেন্ডে রেস্টুরেন্টে শপিং মলে কাজ করে। বাবা মায়ের কি আছে কি নেই সেইটা না তারা নিজের পায়ে দাঁড়ায় আমাদের দেশের বাবা মা উল্টা। তারা বুড়া পোলাপানেরে একা ছাড়তে পারেনা, উনারা পারলে পোলাপানের ডেটিংয়ের সময়ও পাশে গিয়ে বসে থাকতেন
——————-

পুস্পিতা আনন্দিতা

নিউইয়র্ক

দ্য ডেইলি স্টারের খবর: মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রের বাইরে হাজারো মানুষ

৫৯৩জন ৫০৩জন
7 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ