
আমাদের গ্রাম নানা বাহারি বাগানে ঘেরা
তাহার মাঝে আছে যে এক স্কুল সেরা,
জগত জুড়ে নাম যে তার খ্যাতি বিশ্বজোড়া
রূপে গুণে নিরুপমা নামটি তার মারুয়াপোতা।
চারিদিকে মাথা উঁচু সারি সারি গাছ
তার-ই মাঝখানে সবুজ মোদের খেলার মাঠ,
রাস্তা ছাড়িয়ে আছে মস্ত বড় এক হাট
সেখানে কেনা-বেচা শুনতে শুনতে ঝিঝিপোকার ডাক।
গ্রামে আছে গলাগলি ভাব এক জলধারা
নামটি হলো কুম সর্ব লোকের জানা,
বর্ষাকালে কুমের শান্ত জল পার্বণে হয়ে আত্মহারা
এঁকে বেঁকে চলে ছুটে পাগলপারা,
বাঁধনহারা ঢেউগুলো আছড়ে পরে কান্ধায়
আঁচলের গ্লানি মুছে আপন শুচি বিলায়।
ভুলবো না মাগো তোমার গায়ের গন্ধ
হাজারো স্মৃতি বিজড়িত মায়া ভরা মুখ,
তোমার নাম নিলে মুখে সুখে ভরে বুক
সেই যে আমার মাতৃভূমি প্রিয়তমা ডাইয়ার কুম।
১২টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার লিখেছেন l
পাঠে মুগ্ধ হলাম I
শুভ কামনা ও দোয়া রইলো আপনার জন্য I
সাখাওয়াত হোসেন
অশেষ ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
মনির হোসেন মমি
গ্রামীন উৎসব নিয়ে চমৎকার কবিতা।খুব ভাল লাগল।
সাখাওয়াত হোসেন
অফুরান শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন ভাইয়া।
জিসান শা ইকরাম
কবিতার মাঝে গ্রামকে পেলাম।
সুন্দর হয়েছে।
শুভ কামনা।
** ফিচার ছবির সাইজ এটি ঠিক আছে। ফিচার ছবি সাইজ হওয়া উচিত টিভি বা ল্যপটপ এর স্ক্রিন এর সাইজ। ফ্রিজের মত লম্বা নয়। মৈনট ভ্রমন পোস্টের ছবি ফ্রিজের মত লম্বা। মোবাইলের পুরো স্ক্রিন জুড়ে যদি ছবিটি থাকে, তাহলে পাঠকগন সে পোস্ট কম পড়েন।
সাখাওয়াত হোসেন
সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ। ফিচার ছবির সাইজের ব্যাপারে আমার ধারণা ছিল না। তাই ছবিটি পরিবর্তন করে দিলাম। ভালো থাকবেন ভাইয়া।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর এক চিত্র অংকিত হয়েছে কবিতায়
যা সহজেই মনকে দোলা দিয়ে যায়।
স্মৃতি চারণে সুন্দর নিবেদনে মুগ্ধতা একরাশ প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সাখাওয়াত হোসেন
মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন ভাইয়া।
আরজু মুক্তা
গ্রামটি কবিতায় দারুণ ভাবে ফুটে উঠেছে।
সাখাওয়াত হোসেন
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকবেন আপু।
স্বপ্ন নীলা
হুমমম গ্রামে কি নেই !! আছে মাঠ, আছে, বাজার, আছে বিল-পুকুর-ছোট নদী, কত সবুজে ঘেরা গ্রামে,কত মানুষের কথামালা —– ! গ্রামে গেলে মনটাই শান্তিতে ভরে যায়——আপনার কবিতায় গ্রামকে দেখতে পেলাম—লিখুন আরো——
শুভকামনা নিরন্তর
সাখাওয়াত হোসেন
গ্রামের মুক্ত পরিবেশ সবারই দারুণ ভালো লাগে।
আপনার মন্তব্যে সেই শান্তির পরশ চরমভাবে ফুটে উঠেছে।
শুভেচ্ছা জানবেন হে সুপ্রিয়।