আমাদের গ্রাম তোমাদের শহর

রুহুল ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার, ০১:২৮:২০অপরাহ্ন বিবিধ ১৭ মন্তব্য

ওই কড়ই গাছে কোকিল ছিলো,

তাল গাছেতে বাবুই;

মিষ্টি স্বরে করতো চি চি

পাল্লা কাঠে চড়ুই।

 

গোয়ালঘরে গরু ছিলো,

আস্তাবলে ঘোড়া,

আমাদের ঢুলি ছিলো

পাকা ধানে ভরা।

 

সবুজের ক্ষেত ছিলো,

পানের বঢ় ছিলো,

ধান ভাঙ্গা যন্ত্রের আওয়াজে

বাড়ি ছিলো ভরা।

 

তোমাদের নগরে এসেছি ভুল করে,

রোদ বৃষ্টিতে ছাতা নেই

নেই ধানের ঘ্রান আকুল করা।

 

পাখিদের দেখা নেই,

সবুজের টিকি নেই।

গাছ নেই বাতাস নেই

কার্বনের ভরা।

 

কাকের কা কা ক্ষুধার্তের ভারি নিশ্বাঃস

স্বর্গ ছেড়ে আমার

তোমাদের নগরে বসবাস।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress