আমাদের গাঁয়ে

বোরহানুল ইসলাম লিটন ২৯ নভেম্বর ২০২১, সোমবার, ০৭:৫২:৪৬পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

আমাদের ছোট গাঁয়,
প্রতিদিন বসে পাখালির মেলা
বট-পাকুড়ের ছায়।

সারাটা বছর মাঠে খায় দোল
পাকা ফসলের সারি,
সুর থাকে জেগে কাজের কাঁকালে
ক্ষণিকও যায় না ছাড়ি।

গোয়ালে গো-ছাগ গোলা ভরা ধান
গাছে গাছে ফুল ফল,
খাল বিলে করে হরেক মৎস্য
দিবা নিশি খলবল।

খরায় সচল মহিষের গাড়ি
বরষার জলে নাও,
সবুজ বৃক্ষ দেয় ক্ষণে ক্ষণে
পত্র দুলায়ে বাও।

স্বজন বাঁধনে লেগে থাকে হাসি
মেখে মমতার ধুল,
সন্ধ্যার দীপ জোনাক জ্বালাতে
কখনও করে না ভুল।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪৫৬জন ৩৪৯জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ