
আমাকে যারা চাক্ষুষ দেখেছেন,
তারা জেনেছেন আমি কতোটা নিরেট অকর্মণ্য।
আমাকে ভাঙলে দু’চার আনা বের হবেনা জেনে,
ঝুপ করে নেমে পড়া বৃষ্টির মতো তারা নেমে গেল
শহুরে গলি বেয়ে; ফেরেনি কখন।
আমাকে যারা প্রেমিক ভেবেছিলো এতোদিন,
তারা সবাই জেনে গ্যাছে আমি মূলত প্রেমিক নই।
প্রেমের বাস্তবিক কম্পাসে আমাকে মাপতে গিয়ে
বেশ ঝক্কি ঝামেলায় পড়তে হয়েছে তাদের;
শেষে তারাও পালিয়ে গ্যাছে আমাকে অ-প্রেমিক ভেবে; যেভাবে সঙ্গম শেষে বেশ্যার মুখে টাকা ছুঁড়ে রাজ্যের অতৃপ্তি মিশিয়ে বিড়ি খায় খদ্দের;ঠিক সেভাবে।
যারা আমাকে দুঃখী ভেবে দু’চার আনা এগিয়ে দিয়েছিলো তারা বুঝতে পেরেছে আমার দুঃখগুলো ক্যানসারে মতো। বৃথা চেষ্টা না করে তারাও হারিয়ে গেল। শহর ছেড়েছে হয়তো!
যারা আমাকে লম্পট, দুঃশ্চরিত্র ভেবে গালি দেয়
আমার জন্ম কে যারা কটাক্ষ করে বলে, জন্মের ঠিক নেই। গরিব, রাস্তার ছেলে, প্রতারক,
ভণ্ড লেখক। তাদের ভালো হোক।
ভালোবাসা ঘিরে থাকুক তাদের চিবুক।
তারা জানেনা ভালোবাসা হীনতায় মানুষ বাঁচে না।
এ কষ্ট টুকু তারা অন্তত না বুঝুক।
১৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
স্বার্থের সঙ্গীরা ছেড়ে যাবে এটাই রীতি।
স্বার্থহীন প্রান শেষ অব্দি পর্যন্ত অপরের মঙ্গল কামনায় থাকে।
আপনার লেখা ভালো। নিজে লিখুন অন্যদের পোস্ট পড়ুন।
শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
@সাবিনা,,, ইনি কারো পোষ্টে যাননা, এমনকি কারো মন্তব্যের রিপ্লাইও সহজে দেন না,,,, ব্যস্ততা কি এই কবির একচেটিয়া???
মনিরুজ্জামান অনিক
আমি অন্যকারো পোস্টে যেতে পারিনা সময়ের অভাবে। তবে আমি মন্তব্যের রিপ্লাই অবশ্যই দিই, হয়তোবা কিছুটা দেরী হয়।
ধন্যবাদ।
মনিরুজ্জামান অনিক
আর অন্যকারো লেখায় মন্তব্য না করার জন্য যদি ব্লগের নিয়ম লঙ্ঘন হয় তাহলে আমি ব্লগে আর লিখবো না।
আমি চাই না নিয়ম লঙ্ঘিত হোক।
ধন্যবাদ বন্যা আপা।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
যারা গালি দেয় আমিও তাদের কাছেই কৃতজ্ঞ। কারণ তারা কিছু অন্ততঃ দেয়।
আর মৌমাছিরা শুধু নিতে আসে, বিনিময়ে একবুক বিষ ঢেলে পালিয়ে যায়।।
অনেক ভালো থাকুন। শুভকামনা অনিক 🌹
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনার প্রকাশ কবি দা
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
কবিতাটা আমার বোধের গভীরে নাড়া দিল। কেমন করে লিখ অনিক?
কবি যদি এই সত্যিগুলো না লিখে তবে কে লিখবে।
আজকাল লেফাফাদুরস্তই ট্রেন্ড।
সত্যি বলা বা লেখা সত্যি কঠিন!
অভিনন্দন!
এমন নিরেট খাঁটি সত্য লেখার জন্য
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ আপা।
হালিমা আক্তার
স্বার্থে দ্বন্দ্বে জীবনের হয় পরাজয়। স্বার্থ শেষ সব শেষ। শুভ কামনা।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।