
আমাকে দিয়ে কিচ্ছু হবে না-
না হবে ঘর-কন্যার কাজ ,
না হবে সংসার-ধর্ম।
স্বামীর সেবা, সন্তান লালন-পালন,
বাজার সদাই কিচ্ছু হবেনা আমাকে দিয়ে।
আমাকে দিয়ে কিচ্ছু হবে না-
মঞ্চ, টিভি, সিনেমায় অভিনয়!! না তাও হবেনা।
আমিতো জীবন মঞ্চেই অভিনয় পারিনা।
পারিনা মিথ্যার ফুলঝুরি ফোটাতে
ঠোঁটের আঙ্গিনায়।
রঙ মেখে সঙ সেজে ঢং করতে-
তাও আমাকে দিয়ে হবেনা।
গল্পের পর গল্প সাজিয়ে ইতিহাস গড়তে- তাও পারিনা।
না-পারি কবিতার কাব্যিকতায় সহস্র
পাঠক-হৃদয় ভরাতে।
মুখগহ্বরে রসগোল্লার তীব্র রসে
কারো হৃদয় ভিজাতে পারিনা।
বুকের কাঁপনে কারো জীবনে ঝড় ওঠাতে পারিনা।
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
না পারি মুখ খিচিয়ে খিস্তিখেউর করে
কারো চৌদ্দপুরুষ স্বর্গে পৌঁছাতে।
না-পারি কাঙ্খিত পুরুষের শার্টের কলার টেনে
নিবিড় আলিঙ্গনে কম্পিত ঠোঁটের উষ্ণতায়
নিজের বুকে পিষে ফেলতে।
আমি কিচ্ছু পারিনা।
জরায়ুতে দশমাস দশদিন সন্তান ধারণ করতে পারিনা।
না পারি পিতা-মাতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে।
না-পারি শরৎবাবুর দেবুর পারু হতে,
না-পারি রবি ঠাকুরের শেষের কবিতার লাবণ্য ভাবতে।
পারিনা কারো স্বপ্নের রাজকন্যা হতে।
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
পারিনা মালি হয়ে কারো বাগানে ফুল ফোটাতে ।
পারিনা কারো ঘরের লক্ষ্মীবধূ হতে।
না পারি কারো মনের আসনে চিরবসত গড়তে।
সবাই বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না;
আমিও বলি-হাজার নয় লক্ষ বার-
আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
সত্যি বলছি আমাকে দিয়ে কিচ্ছু হবে না।
৩২টি মন্তব্য
এস.জেড বাবু
গল্প কবিতা জীবনাদর্শন বাস্তবতাবোধ সবই তো হলো
আর কিচ্ছু হওয়া লাগবে না-
মুগ্ধতা
শুভ সকাল
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল। শুভ কামনা রইলো
নৃ মাসুদ রানা
জরায়ুতে দশমাস দশদিন সন্তান ধারণ-
তাও করতে পারিনা।
দারুণ!!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
সুপায়ন বড়ুয়া
না পারার বেদনা
ফুটে তুলেছেন আপনার কবিতায় ,
তা যতার্থ ভাবে।
আমি আশাবাদী মানুষ।
ক-জনাই বা পারে বলেন
আপনার মতো লিখতে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
না-হওয়া দিয়ে যদি এত কিছু হয়,
তাহলে হওয়া হয়ে আর কাজ নেই!
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄🙄 ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার জন্য। শুভ সকাল
নিতাই বাবু
যে পারে, সে কখনোই বলে যে পারি! আপনার বেলায়ও তা লক্ষণীয়। শুভকামনা থাকলো।
সুপর্ণা ফাল্গুনী
অনুপ্রেরণায় মুগ্ধ হলাম। ধন্যবাদ দাদা। শুভ কামনা ও শুভ সকাল জানিয়ে গেলাম
কামরুল ইসলাম
কিছু পারেন বা না পারেন,
না পারার আকুতি তো কাব্যে রুপ দিতে পেরেছেন, এটাই বা কম কিসে ???
অনেক সুন্দর হয়েছে, না পারার কাব্য বিন্যাস
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
ধন্য হলাম আপনার মন্তব্যে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ সকাল
ত্রিস্তান
এতো এতো পারি না কে যে এতো সুন্দর করে উপস্থাপন করতে পারে তার আর কি হওয়া লাগে হুম 🤯
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া 😍😍😍😍 শুভ কামনা রইলো
ফয়জুল মহী
অসামান্য ভাবনা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
অন্বেষা চৌধুরী
বাপরে বাপ
কিছু না পেরেই এই অবস্থা
যদি কিছু পারতেন তবে যে কি হতো?
দারুণ লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭🤭🤭 ধন্যবাদ আপু । শুভ কামনা রইলো। ভালো থাকুন সবসময়
তৌহিদ
হবে হবে আপনাকে দিয়েই হবে। যেভাবে নিজেকে বিশ্লেষণ করলেন সাফল্য আসতে বাধ্য।
এভাবে ক’জনাই বা পারে? সুন্দর অনুভব।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া আপনার অনুপ্রেরণায় সাহস পেলাম। এবার কিছু একটা হবেই🙂🙂🙂।
সঞ্জয় মালাকার
ল্পের পর গল্প সাজিয়ে ইতিহাস গড়তে- তাও পারিনা।
না-পারি কবিতার কাব্যিকতায় সহস্র
পাঠক-হৃদয় ভরাতে।
গল্প কবিতা জীবনাদর্শন বাস্তবতাবোধ সবই তো হলো
আর কিচ্ছু হওয়া লাগবে না-
লক্ষণীয়, শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো
ইসিয়াক
শুধু কবি হলেই হবে দিদিভাই ।
আমরা নতুন নতুন কবিতা পাবো।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা!!! ধন্যবাদ ভাইয়া দিদিভাইকে আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
হায় ঈশ্বর!
যিনি এতো কিছু পারেন
তিনিই যদি বলেন কিচ্ছু পারে না
তাইলে আমার মতো নিষ্কর্মাদের কি বলা উচিত?
😭😭😭
সুপর্ণা ফাল্গুনী
হায় ! হায়! আপু কি যে বলেন , আপনি নিষ্কর্মা হবেন কেন? আপনার মতো আমার অত গুণ নাই। ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
সব হবে। সাহস করে শুরু করুন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
রেহানা বীথি
এমন সুন্দর করে যে লিখতে পারে, সে সবই পারে সুচারুভাবে, এ বিশ্বাস আছে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
রুমন আশরাফ
দারুণ লিখেছেন দিদি। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো