আমাকে একটু ঘুমাতে দাও

নিরব সাগর ২৮ অক্টোবর ২০২০, বুধবার, ১১:০২:৩৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

স্মৃতি,

তোমরা আমাকে একটু ঘুমাতে

দাও, রাত তো অনেক হল ?

কি সুখ পাও আমাকে বিনিদ্র দেখে।তোমরা যাকে মনে করিয়ে দিয়ে, আমাকে নির্ঘুম রাখতে চাও

তারা তো ঠিকই ঘুমাচ্ছে।

 তাহলে আমি কেন

 নির্ঘুম রাত কাটাবো ?

স্মৃতি,

 আমাকে একটু সবকিছু ভুলে

 থাকতে দাও।অনেকটা সময় তো

 মনে করেই কাটিয়ে দিলাম ।

তোমরা যাদেরকে মনে করিয়ে

দিচ্ছ বারবার, তারা তো

সবাই ভুলে গেছে আমাকে

অনেক আগেই।

 স্মৃতি,

 তোমরা আমাকে একটু

একা থাকতে দাও, অনেক তো

পাশে নিয়ে বয়ে চললাম।

 এখন তোমরা যাদেরকে বয়ে নিয়ে

বেড়াতে চাও, তাদের সবাইকে

 একটা সময়; সারা জীবন

 পাশে রাখতে চেয়েছিলাম ।

স্মৃতি,

আমাকে একটু প্রশান্তি

 দাও; নির্ঘুম রাত কাটাতে কাটাতে

 আমি অনেকটাই ক্লান্ত।

এই যে তোমরা এতো রাত জাগাও

তোমাদের কি কোন ক্লান্তি আসে না ?

 আমি চাই তোমরা একটু ছুটি নাও

 আর আমাকেও মুক্তি  দাও।

স্মৃতি,

তোমরা আমাকে একটু ঘুমাতে দাও।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ