বাহ কি সুন্দর পরকীয়া শিক্ষা দিচ্ছে ভারতীয় চ্যানেল
টিভি রিমোট টা হাতে নিয়ে গানের চ্যানেল খুঁজছিলাম
হটাত “স্টার জালসা” চ্যানেল চোখে পড়ল
দেখলাম, মধ্যবয়সী ২ জন নারী পুরুষ একটা
রেস্টুরেন্টে বসে গল্প করছে। ভাবলাম, কি আছে এই চ্যানেলের মধ্যে,
যার জন্য অনেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ চলতে থাকে?
স্বামী বলে, খেলা দেখব, স্ত্রী বলে সিরিয়াল দেখব।
তো মধ্যবয়সী ২ জন যে মহান বিষয় নিয়ে গল্প করছিলঃ
ছেলেঃ আমি জানি, জানি আমি রিশা, তুমি একদমই সুখে নেই
মেয়েঃ কি করার আছে আমার বল? আমার স্বামী আছে একটা মেয়ে আছে
আমি কিভাবে…
ছেলেঃ রিশা রিশা, আমি তোমার চোখের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি
তোমার চোখে অপূর্ণতা ভরা, তোমার মনের আকাশে কালো মেঘ জমে আছে।
আমি কি পারি না তোমার মনের সেই কালো মেঘ দূর করে সূর্যের আলো ছড়াতে?
মেয়েঃ প্লীজ রুদ্র আমি আর পারছি না, আমাকে প্লীজ এভাবে বল না
আমি নিজেকে ধরে রাখতে পারব না।
ছেলেঃ এইতো মাছে টোপ গিলেছে, এখনি সময় বড়শি টান দেবার (মনে মনে)
“আমাকে একটি ভারতীয় চ্যানেল মুক্ত টিভি চ্যানেল দাও
আমি তোমাদের পরকীয়া মুক্ত বাংলাদেশ উপহার দিব"
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
লীলাবতী
এসব চ্যানেল আসলেই খারাপ প্রভাব ফেলছে আমাদের সমাজে। (y)
ব্লগার রাজু
হ্যাঁ আপু ঠিক 🙂
খসড়া
চ্যানেলের কি দোষ। কেন খারাপ হবার জন্য অমাদের দেশের মানুষ বসে আছে?যে দেশের চ্যানেল তারা কি খারাপ হচ্ছে? অযৌক্তিক কথা বলে দায় অন্যের উপর চাপিয়ে তুবরি বাজানো যায়। সমস্যার সমাধান হয় না। যৌক্তিক কারন খুজুন এবং সমাধান করুন।
ব্লগার রাজু
যৌক্তিক কারন টা কি আপনি একটু যদি কষ্ট করে বলে দিতেন ??? 🙂
মা মাটি দেশ
-{@ (y)
ব্লগার রাজু
🙂 -{@ (y) ধন্যবাদ ভাই
নীহারিকা
যদি তাই হয় তাহলে ফেসবুক বা অন্যান্য সামাজিক যগাযোগ মাধ্যম ও সমান দায়ী। আসল কথা কে কিভাবে নিজেকে পরিচালিত করবে সেটা।
ব্লগার রাজু
জী আমি একমত আপনার সাথে (y)
সিহাব
বিনোদন যখন ব্যবসা বা ব্যক্তিগত জীবনে কু-প্রভাব ফেলে, তাকে তখন বিনোদন বলা যায় না। খুব সুন্দর একটা অংশ তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন হল, এই যারা এগুলো দেখে তারা কি জানছে যে এগুলো খারাপ? এইসব খারাপ দিক নিয়ে যে আমরা সময় ব্যয় করে ব্লগে লিখছি বা বিভিন্ন জায়গায় বলছি, তখন সেই জলসা দেখা দর্শকরা জলসায় আরেকটা সিরিয়াল দেখছে ! ফলে লাভ কী হল বা হয়? এই চ্যানেল গুলোই বন্ধ করে দেয়া উচিত সরকারের !
ব্লগার রাজু
খুব সুন্দর কথা বলেছেন ভাই (y) -{@
স্বপ্ন
ছোটদের উপর প্রভাব পরছে খুব বেশি। তারা ভাবছে, এমনটাই সাভাবিক।
ব্লগার রাজু
ঠিক 🙂
প্রহেলিকা
জনাব খসড়ার সাথে সহমত পোষণ করলাম কেন করলাম সেটা রাতে বলব। ভালো থাকুন জনাব ব্লগার রাজু। শুভ সকাল। -{@
ব্লগার রাজু
অনেক ধন্যবাদ ভাইয়া (3 -{@ (y)
জিসান শা ইকরাম
এসব শুধু আনন্দের উপকরন হিসেবে দেখা যেতে পারে। এর বেশী নয়।
ভালো লিখেছেন।
হতভাগ্য কবি
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধরে বেঁধে থাপড়াইতে হবে তাহলেই সমাধান হবে