আমরা গভীর শোকাহত

ছাইরাছ হেলাল ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ০৫:৩৯:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

প্রিয় সুহৃদ্‌,
শোকার্ত হৃদয়ে আপনাদের-ই জানাচ্ছি,
ব্লগের প্রাণ-পুরুষ শামছুল ইকরাম সাহেবের বড় ভাই ও সুহাসিনী বন্যা লিপির চাচা,
বীর মুক্তিযোদ্ধা সোনেলার ব্লগার শামসুল আলম,  আকস্মিক অসুস্থতায় ছেষট্টি বছর বয়সে গত রাতে ইন্তেকাল করেন।
ইন্নাহ লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন। তিনি আমার-ও একান্ত নিকট প্রতিবেশী।

আমরা বিধাতার কাছে তাঁর বিদেহী আত্মার জান্নাত কামনা করি এবং
শোক সন্তপ্ত পরিবার কে আল্লাহ যেন একান্ত অনুগ্রহ দান করেন এমন দোয়া সকলের কাছে প্রার্থনা করি।

১৫০৬জন ১২৮৫জন
24 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ