আমরা কোনদিনই যা ভাবিনিঃ

শামীম চৌধুরী ২৭ মার্চ ২০২০, শুক্রবার, ০২:৩৬:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

* আমরা কি ভেবেছি, কোভিড ১৯ নামক ভাইরাস নামটি শুনবো?

* আমরা কি ভেবেছি, এই ভাইরাস সারা বিশ্বকে স্তমিত করে দিবে?

* আমরা কি ভেবেছি, বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা করোনার ভেসকিন আবিস্কারে সময় নিবে?

* আমরা কি ভেবেছি, করোনা আক্রান্ত কোন রোগীকে চিকিৎসা সেবা দিতে ডাক্তাররা ভীত সন্ত্রস্ত হবে?

* আমরা কি ভেবেছি, যে চিকিৎসক রোগের চিকিৎসা করবেন তিনি নিজেই সেই রোগের মৃত্যুর কারন হবেন?

* আমরা কি ভেবেছি, উন্নত দেশগুলির জনগন করোনার ভয়ে সকল কর্মকান্ড গুটিয়ে নিবে? রাষ্ট্রপ্রধান থেকে শুরু কর সাধারন জনগণ ঘরে বন্দী হয়ে থাকবে?

* আমরা কি ভেবেছি, কোয়ারেন্টাইন ও আইসোলেশন শব্দটির সাথে পরিচিত হবো?

* আমরা কি ভেবেছি, সকল অঙ্গ প্রতঙ্গ সচল থাকার পরও হুইল চেয়ারের মতন জীবন যাপন করতে হবে?

* আমরা কি ভেবেছি, বিশ্বের ব্যাস্ততম ও যান ঠাসা নগরীগুলো জনশূণ্য হয়ে পড়বে?

* আমরা কি ভেবেছি, নিজের আত্মীয়-স্বজন ও ভাই-বোন থেকে দূরে থাকবো? ইচ্ছা থাকা সত্ত্বেও সমানে বসিয়ে একমুঠো ভাত দিতে পারবো না?

* আমরা কি ভেবেছি, গরুর মুখের ঠোয়ার মতন মাস্ক পড়ে ঘর থেকে বের হবো? হ্যান্ড সেনিটাইজার নামক রাসায়নিক দ্রব্যের জন্য অতিরিক্ত টাকা খরচ করবো?

* আমরা কি ভেবেছি, হাতে প্রচুর টাকা থাকা সত্ত্বেও ছুটির দিনগুলিতে নামকরা রেস্তরায় খেতে যেতে পারবো না?

* আমরা কি ভেবেছি, করোনায় মৃত ব্যাক্তির সৎকার্যের জন্য আপন ভাই,ছেলে বা বাবা তার পাশে থাকবে না?

* আমরা কি ভেবেছি, ঘরের কাজের বুয়া ছাড়া নিজেরাই কাজ করবো?

* আমরা কি ভেবেছি, ২৪ ঘন্টা পরিবারের সাথে থাকবো? এ ঘন্টার জন্যও বিচ্ছিন্ন হবো না?

* আমরা কি ভেবেছি, পৃথিবী থেকে বিদায় না নেবার জন্য বার বার সাবান দিয়ে হাত ধৌত করবো?

এমন অনেক ভাবনাই আছে যা আমরা কোনদিন ভাবিনি। করোনা যে শিক্ষা আমাদের দিয়ে যাবে তা যেন, করোনা পরবর্তী সময়ে এই
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেরা সংশোধন হতে পারি। করোনা যেন সুন্দর জীবন ও সহানুভুতির একটি ম্যাসেজ হয়ে থাকে বিশ্বের বুকে।

 

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ