এস কাছে বন্ধু আমার , বসি মুখোমুখি
রাখি চোখে চোখ ;
বলি শুধুই প্রাণের কথা - না বলা কথায়
ভাষাহীন ভাষায়, কানে কানে – হৃৎস্পন্দনে , একই নিঃশ্বাস–প্রশ্বাসে ...
জীবনের ছন্দহীন ছন্দে - নির্দিষ্ট অনির্দিষ্ট গন্তব্যে ।
পাতাই কিছু একটা প্রকাশ্য সঙ্গোপনে
হোক না তা
তুচ্ছতাচ্ছিল্যের কোন এক পৌরাণিক ছেলেখেলা ......
আহ্.........
পাতানোর যেন রেখেছ কিছু বাকি ,
তার থেকে এস......তুলে রাখি
অহেতুক এ পাতানোর খেলা
অহেতুক এ বাচালতার মেলা
অহেতুক এ ভ্রম বিলাস - বিষাদের ।
এসোনা
মাড়িয়ে যাই পাতিয়ে পাতানোর এ বিশ্রী খেলা ,
ডুবে যাই অতলান্ত কোন তলে
একা ,
ও শুধুই একাকী.........।
Thumbnails managed by ThumbPress
১৪টি মন্তব্য
হতভাগ্য কবি
বলি শুধুই প্রাণের কথা – না বলা কথায়
ভাষাহীন ভাষায়, কানে কানে – হৃৎস্পন্দনে , একই নিঃশ্বাস–প্রশ্বাসে …
আহা ভাই অস্থির
আদিব আদ্নান
বেশি বেশি অস্থির ।
এতটা কিন্তু ঠিক হচ্ছে না ।
ছাইরাছ হেলাল
অত্যন্ত সহজে সুন্দর করে নিজের সাথে কথা বলা ।
ভাল হয়েছে ।
আদিব আদ্নান
আসলে অন্যের সাথে কথার ছলে নিজের সাথে কথা বলার
সামান্য চেষ্টা । ধরা পড়ে গেলাম ।
"বাইরনিক শুভ্র"
ভালো লেগেছে ।
আদিব আদ্নান
পড়ার জন্য ধন্যবাদ ।
বনলতা সেন
পাতানো খেলা কিন্তু ভালো।না । এতো সুন্দর করে লিখেন কিভাবে ?
আদিব আদ্নান
সুন্দর কীনা জানিনে তবে পাতিয়ে সুবিধে তেমন হয় না ।
জিসান শা ইকরাম
নিজকে নিজে আমন্ত্রন দিলে কিভাবে চলবে ?
কবিতায় অনেক ভালো লাগা ।
আদিব আদ্নান
নিজেকেই যদি আমন্ত্রণ করতে না পারি তাহলে অন্যকে কীভাবে ডাকব।
আবার নিজেকেই যদি ঠিক- ঠাক ভাবে আমন্ত্রণ করতে পারি তাহলে এ ডাক অন্যদের
কাছেও পৌছে যাবে ।
যাযাবর
আমাদেরকে কবি আমন্ত্রন জানাবে না ? কবিতায় ভালো লাগা ।
আদিব আদ্নান
অবশ্যই জানানো হবে ।
কৃন্তনিকা
খুবই সুন্দর। 🙂
কিন্তু “পৌরাণিক ছেলেখেলা” বলতে কি বুঝিয়েছেন- জানতে ইচ্ছে করছে…
আদিব আদ্নান
“পৌরাণিক ছেলেখেলা” বলতে ওই সময়ের দেব দেবীর বিভিন্ন আচরন বোঝাতে চেয়েছি ।