আব্বাসউদ্দীন আহমেদ

নবকুমার দাস ২১ নভেম্বর ২০২০, শনিবার, ০২:২৬:১৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

আব্বাসউদ্দীন আহমেদ

নবকুমার দাস

আজও কি ফান্দে পড়িয়া বগা কান্দে তোর্সাপাড়ে ?

কেমন আছেন গাড়িয়াল ভাই, মৈষল বন্ধু,

আমার মাহুত বন্ধুরে?

কি ওই কাজল ভ্রমরা রে কোনদিন আসিবেন বন্ধু ক’য়া যাও,ক’য়া যাও রে,

কত রব আমি পন্থের দিক চাইয়্যা রে ?”

 

দরিয়া চটকা সুরে আজো বুঁদ হয়ে থাকি সহজিয়া গানে ।

কেমন আছেন আব্বাসউদ্দীন , ভাও প্রবল মরমিয়া গানে ?

আজো উদ্বেল রংপুর, গোয়ালপাড়া,তুফানগঞ্জ, কোচবিহার আন্তরিক উচ্চারণে গাড়োয়ান গানে,

পোড়া এ শহরে

সারিন্দা পিন্দিরা সুরে আজো ভেসে যাই স্বপ্ন ঘোরে অমল উত্তরে,মানসাই সিঙ্গিমারি উজানে …

৬৩৮জন ৫৪৭জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ