
আব্বাসউদ্দীন আহমেদ
নবকুমার দাস
আজও কি ফান্দে পড়িয়া বগা কান্দে তোর্সাপাড়ে ?
কেমন আছেন গাড়িয়াল ভাই, মৈষল বন্ধু,
আমার মাহুত বন্ধুরে?
কি ওই কাজল ভ্রমরা রে কোনদিন আসিবেন বন্ধু ক’য়া যাও,ক’য়া যাও রে,
কত রব আমি পন্থের দিক চাইয়্যা রে ?”
দরিয়া চটকা সুরে আজো বুঁদ হয়ে থাকি সহজিয়া গানে ।
কেমন আছেন আব্বাসউদ্দীন , ভাও প্রবল মরমিয়া গানে ?
আজো উদ্বেল রংপুর, গোয়ালপাড়া,তুফানগঞ্জ, কোচবিহার আন্তরিক উচ্চারণে গাড়োয়ান গানে,
পোড়া এ শহরে
সারিন্দা পিন্দিরা সুরে আজো ভেসে যাই স্বপ্ন ঘোরে অমল উত্তরে,মানসাই সিঙ্গিমারি উজানে …
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
গানগুলো এখনো জীবন্ত , খুব ভালো লাগে। আপনাকে ধন্যবাদ আব্বাসউদ্দীন কে নিয়ে লেখার জন্য। বিনম্র শ্রদ্ধা রইলো
নবকুমার দাস
ধন্যবাদ দিদিভাই 🌿🙏
মনির হোসেন মমি
বিনম্ভ্র শ্রদ্ধা। তার সম্পর্কে আরো একটু বিস্তারিত থাকলে পোষ্টটা মনমত হত। শুভ কামনা রইল।
নবকুমার দাস
ধন্যবাদ দাদাভাই । পরবর্তীতে বিস্তারিত লেখার চেষ্টা করবো । 🌿🙏
আরজু মুক্তা
আমার বাড়ি রংপুর। এই গানগুলো আমার খুব পরিচিত। আত্মার আত্মা।
নবকুমার দাস
বাহ্, দারুণ ব্যাপার দিদিভাই 🙏
হালিম নজরুল
আব্বাস উদ্দিনকে নিয়ে লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
নবকুমার দাস
ধন্যবাদ দাদা ভাই 🙏🌷
সাবিনা ইয়াসমিন
শ্রদ্ধেয় শিল্পীর কালজয়ী গানগুলো নিয়ে সুন্দর কবিতা দিয়েছেন। এই গান গুলো মানুষের মনে ও স্বরে বেঁচে আছে/ থাকবে সব সময়।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
নবকুমার দাস
ঠিক তাই । আব্বাসউদ্দীনের গানগুলি মানুষকে খুব সহজেই কাছে টানে । দৈনন্দিন জীবনের ছবি ও অনুভব ঋদ্ধ তাঁর গান মালা । আমার বেশ ভালো লাগে । ধন্যবাদ দিদিভাই ।🙏🌿
নবকুমার দাস
এই সুন্দর গান শুনে আজ আবার সোনেলা ব্লগে ফিরে এলাম। প্রাণের ছোঁয়া পাই এখানে।
https://www.youtube.com/watch?v=LGCvRk7judU