আবৃত্তি সন্ধ্যা

আরজু মুক্তা ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ০৭:৪৬:৩৪অপরাহ্ন কবিতা ৩৬ মন্তব্য

প্রথম আলোতে বিজ্ঞাপন
কাল তোমার আবৃত্তি সন্ধ্যা
স্থান রমনা বটমূল।
যুদ্ধ করে যথারীতি সামনের আসনে
তোমার ইচ্ছেটাকে মূল্য দিলাম,
শুরু হলো_------------!
আমার চোখে চোখ রেখে
সাবলীলভাবে তুমি বলে চলেছো
অনবদ্য----------!
কথাগুলো প্রতিধ্বনিত্ব হচ্ছে
আবহ সংগিত বাজছে
ঘোর লাগা----------!
চারদিক অন্ধকার
শুধু গোল করে আলোটা তোমার মুখে
আমি মনপ্রাণ ঢেলে শুনছি
ছন্দের কারুকাজ -----------!
কখনো প্রেম,কখনো বিরহ
কখনো কষ্ট,কখনো আনন্দ
বাদ গেলোনা মেঘ,বৃষ্টি,রোদ!
তোমার শ্বাসপ্রশ্বাসের উঠানামা
গতিশীলতা, আনমনাভাব
কোনটিই এড়িয়ে গেলোনা
ঘোরের মধ্যে কেটে গেলো
অনেকটা সময়----------!
হঠাৎ অন্ধকার-----অনিশ্চয়তা
তুমি নেই------ কণ্ঠ নেই:
কিন্তু আমার আলো চাই!!

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ