
তোমার নেশায় ডুবে আছি আজো,
আজো তোমার কথা ভেবে ভেবে স্বপ্ন রচি বাসনার।
হৃদয়ের কুটিরে হানা দাও স্বপ্নের ময়ূরপঙ্খী নায়ে,
অপেক্ষার প্রহর গুনি পূর্ণিমায় অঙ্গ ভেজাবো বলে;
একমুঠো মিষ্টি রোদে তুমি আমি দু’জন হাতে হাত রেখে- মেঠোপথটি মাড়িয়ে যাবো ভীষণ আবেশে;
তেপান্তরের মাঠ পেরিয়ে হারাবো দিগন্তের সীমান্তে।
কামনার বহ্নিশিখা ধিকি ধিকি জ্বলছে অষ্টপ্রহর,
দেহের শাখা-প্রশাখায় প্রণয়ের সুখে কাঁপন লাগে।
শিশিরের মুক্তো-কণায় শীতল পরশ মাখি ;
তোমারি ছোঁয়ায় উষ্ণতার পারদ নীলাকাশ ছুঁতে চায়।
অধরে অধর ছুঁয়ে বাসনার উত্তাপে আকাঙ্ক্ষার বাষ্প ছড়াতে চায়।
এসো না ভালোবেসে , মধুর আলাপনে মুখরিত হই দু’জন;
নৈঃশব্দ্যের নগরীতে বাসনার ধ্রুম্রজালে বাঁধা পড়ি-
ঝিমিয়ে পড়া প্রণয়ে পুনশ্চ কামনার নেশা জ্বালিয়ে দেই।
ছবি-গুগল
২৪টি মন্তব্য
ফয়জুল মহী
নান্দনিক লেখনী । আপনার চিন্তা ও চেতনায় সাহিত্য সমৃদ্ধ হোক।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও অফুরন্ত কৃতজ্ঞতা ভাইয়া। আপনাদের উৎসাহ ও উদ্দীপনায় মুগ্ধ । ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
কামাল উদ্দিন
এসো না ভালোবেসে , মধুর আলাপনে মুখরিত হই দু’জন;
নৈঃশব্দ্যের নগরীতে বাসনার ধ্রুম্রজালে বাঁধা পড়ি-
ঝিমিয়ে পড়া প্রণয়ে পুনশ্চ কামনার নেশা জ্বালিয়ে দেই।
……….প্রেমের এমন চমৎকার আহ্বানে সাড়া না দেওয়াটা বোকামী হবে, প্রেমিক প্রবর নিশ্চয়ই সেটা ভালোই বুঝবে।
শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
আপনি না বুঝলে কে বুঝবে এমন করে! এতো দিন ডুব মেরে ছিলেন এটা কিন্তু ভালো না। অফুরন্ত ধন্যবাদ আপনাকে। শুভ সকাল
ছাইরাছ হেলাল
ধিকি ধিকি জ্বলন বাষ্পের উলুধ্বনি এড়াবে কার এমন সাধ্য!!
খুব কঠিন লেখা!!
সুপর্ণা ফাল্গুনী
কি কন এইডা কঠিন ল্যাহা!! 🤔🤔 ভাবনার বিষয়। এড়াচ্ছে তো কিছু করার নেই। 🙂🙂 ভালো থাকুন সুস্থ থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শীতের স্নিগ্ধতা মাখা শুভ সকাল
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা অফুরন্ত। শুভ সকাল
মোঃ মজিবর রহমান
অসম্ভব মাধুরিতে মনরংগনে আহ্বান
এসে আঁখি পল্লবে আদর আপ্যায়ন
তোমাকেই স্বপ্ন বুকে গুজে রাখি চিরদিন
মন কাঁদে অন্তর জ্বলে তোমাকে খুজি সর্বক্ষন।
সদাকাজে সর্বক্ষন ক্ষণে ক্ষনে
থাকি তোমার চেতনায় জেগে
কখন আসিবে গাহিবে আমাতে
তোমারি জাগরণ সর্বত সবক্ষনে।
খুব খুব ভালোলাগা রেখে দিলাম দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার মন্তব্য পেয়ে বিমোহিত হলাম। অশেষ ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল
মোঃ মজিবর রহমান
শুভকামনা রইল আপু।
আরজু মুক্তা
এমন আহবান! ছুটে আসাই উচিত তার।
রোমান্টিক এবং মনোমুগ্ধকর কবিতা।
শুভকামনা দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। 💓💓 ভালোবাসা অবিরাম। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
রেজওয়ানা কবির
অপেক্ষার প্রহর আমিও গুনছি আপু, শুধু চোখে অনেক স্বপ্ন, হাত ধরে সারাজীবন এই বাসনায় কাটাতে চাই।অসাধারণ প্রেমের কবিতা আপুনি।বেশিরভাগ মানুষেরই মনের কথা এই কবিতায়। ভালো থাকবেন। শুভকামনা ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
তৌহিদ
দুজনার পাশাপাশি কাছাকাছি থাকার ব্যঞ্জনায় লেখা চমৎকার হয়েছে দিদিভাই।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু
আহা! দিদিভাই আমার বাচ্চামানুষটার কথা ভাববেন না। কবিতায় কড়া আহবানের শব্দমালা নেশা, ময়ূরপঙ্খী, পূর্নিমা, হাতে হাত, সুখের কাঁপন, উষ্ণতা, মধুর আলাপন, কামনার নেশা এসব পড়ে কিছু যে বুঝলাম না॥ ঠান্ডা লেগে গেল।
আপনার মন্তব্যে কি দুষ্টুমি করতে পারি নাকি কারও মত বকাবকী করবেন। দুষ্টু মন্তব্য দিলাম বকেন। অসাধারণ আবেগময় কবিতা।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
😇😇😍😍💓💓। দুষ্টুমি করতে হবে কিন্তু সবসময়। একদিন করলে হবেনা। মন্তব্যে আনন্দিত হলাম আপু। ভালোবাসা ও ধন্যবাদ জানবেন। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু
😍😍😍 ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
খুবি ভালো কাব্যকথন,দিদি।
ভালোলাগা রেখে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
জিসান শা ইকরাম
কবিতায় ইচ্ছে গুলো সুন্দর ভাবে প্রকাশ করা হয়েছে,
এমন সুন্দর আহ্বান উপেক্ষা করার সাধ্য কারো নেই।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। এমন মন্তব্য পেলে আর কিছু লাগেনা । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল