আবারো চুরি করিলাম । এক অভিমানিনী কন্যার ওয়াল থেকে আবারো তার কয়েকটি স্ট্যাটাস কপি পেস্ট করেছি , তার অনুমতি ছাড়াই । সে হচ্ছে এমন মেয়ে যে কিনা ছিনেমায় নায়ককে মার খেতে দেখলেও কাদতে শুরু করে(একটু বেশি বলে ফেললাম, এর চেয়ে কম কিছু দিয়ে উপমা দিতে পারছিলাম না) । তাই তার কখন কিসে মন খারাপ হয় তা সে নিজেও বুঝতে পারে না । আর আমি দীর্ঘ দিন চিনেও বুঝতে পারি না। সুতরাং তার অভিমান ও দুঃখ প্রকাশের মাধ্যমেও কিছুটা ভিন্ন তা আছে । এবং যেহেতু সে চুপচাপ ঘরে বসে থাকতে পছন্দ করে সেহেতু সে তার আনন্দ বেদনা বা অভিমান ফেসবুকেই প্রকাশ করে বেশি । আজ তার অভিমান সঙ্কলন প্রকাশ করলাম এখানে । যদি এতে তার রাগের পরিমান না বেড়ে যায় তবে আনন্দ সঙ্কলনও প্রকাশ করব বলে আশারাখি ।


যখন রিকশায় যাই একসাথে তার মুখে একটার পর একটা সিগারেট জ্বলতেই থাকে, সাথে আমিও জ্বলি । সিগারেটকে শত্রু মনে হয় । খুব বিরক্ত লাগে । 

যখন রাস্তা বা ফুতপাতে আমরা হাটি, সে লম্বা পা ফেলে ফেলে আমার আগে চলে যায় পিছনে ফিরে তাকানোর কথা তার মনে থাকে না । খুব বিরক্ত লাগে ।
যখন পাশে বসি , হাত পা নেড়ে অনেক কথাই বলে কিন্তু আমার দিকে সে তাকায় না । দৃষ্টি আমার দিকে ছাড়া সব দিকেই তার যায় । খুব বিরক্ত লাগে ।

কিন্তু কাছে বা পাশে আছে এটা ভাবতেই অনেক ভালো লাগে ।


কাঁন্না যখন জমাট বাঁধা বুক
বুঝি তখন কাঁন্নাতেই সুখ


কিছু মানুষ শুধু কষ্ট দেয়ার জন্য অন্য কে ভালবাসে ।
কিন্তু এই কষ্ট কতটা কষ্টকর হতে পারে তা বোঝার ক্ষমতা পাথর মানুষ গুলোর হয় না।


দায়িত্ব পালনের ভালোবাসা চাই না ।


একবার অন্তত পিছনে ফেরা উচিৎ
বিদায় নেয়ার আগে


যারা নিজের মানুষের কষ্টের কথা বুঝে না তারা দেশের মানুষের কষ্টের কথা কিভাবে বুঝবে ।।


ভালবাসি তাই সব দোষ আমার 
ভালোবাসি তাই আমাকেই কষ্ট পেতে হবে
ভালোবাসি তাই আমাকেই অপেক্ষা করতে হবে
ভালোবাসি তাই আমার অনুভুতির কোন দাম নাই

মাঝে মাঝে আপনিও একটু ভালোবেসে দেখুন ।।


ভীতুরা ভালবাসতে পারে 
কিন্তু প্রকাশ করতে পারে না । 
তাই ভিতুদের কারো সাথে প্রেম না করাই ভালো ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ