
আবরার
*******
সভ্যতার চুরান্ত শিখরের কুরছি মোবারকে,
প্রাগৈতিহাসিক বর্বর জমানার প্রেতাত্মা।
প্রকৌশল সভ্যতার তীর্থস্থান
বুয়েট ক্যাম্পাসের উর্বর মাটিতে,
ফেলে রেখে আবরারের নিথর দেহ,
ঘুরে বেড়ায় মেধাবী কুকুর ছানা,
অসভ্য উল্লাসে মেতে উঠে যান্ত্রিক সভ্যতা,
গুমরে কাঁদেছিলো সেখানে আজ মানবতা।
মানুষে মানুষ মারে,
আজরাইল বেকার,
ভগবান নির্বাক, নিশ্চুপ!
মানুষ সৃষ্টির দায়ভার নিয়ে,
লজ্জিত ঈশ্বর আজ,
পদত্যাগ করিতে চায়।
আশরাফুল মকলুকাদের তান্ডবলীলা দেখে,
অসহায় ঈশ্বর আজ,
হয়তো পালাতেও চায়।
হে পরোয়ার দিগার---রহম করো---রহম করো।
হে দয়াময় মাউলা----রক্ষা কর----রক্ষা করো।
এভাবে যেন আর
একটি মধ্যবিত্ত পরিবারের স্বপ্নকে
হত্যা করা না হয়,
একটি মায়ের বুককে
খালি করা না হয়,
এভাবে যেন আর
একটি ফুল
অকালে ঝরে না যায়
একটি মেধার
অপমৃত্যু না হয়।
০৭.১০.২০১৯
৮টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
খুব বেশীই মনে পড়ে!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ ভাই। ভালো থাকুন নিরাপদে থাকুন।শুভকামনা
হালিমা আক্তার
সত্যি অবাক লাগে। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের এ কোন ভগ্ন দশা। রাজনীতির করাল থাবায় কত গুলো পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল। শুভ কামনা রইলো।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন এটাই প্রত্যাশা
সঞ্জয় মালাকার
একটি ফুল
অকালে ঝরে না যায়,
কবিতা ভালো লাগলো দাদা, ভালো থাকবেন শুভ কামনা।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ দাদা। ভালো থাকুন নিরাপদে থাকুন এটাই প্রত্যাশা
আলমগীর সরকার লিটন
কিছু ক্ষমতা এরকম কাজ করে
কিন্তু কোন ভাবে না আনন্দটাই মুখ্য
ক্ষমতা ধরে রাখাই প্রাধান্য—
ভাল থাকবেন কবি দা——————-
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ লিটন দা। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভকামনা