আবদ্ধ ভাবনা

সাবিনা ইয়াসমিন ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০২:০৮:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

পার্থিব পৃথিবীতে পা রাখার আগেই চুক্তি হয়ে যায় গর্ভধারিণীর সাথে,
চোখ মেলার পর প্রথম কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখে নিই জন্মদাতার মুখ,

তারপর থেকে শুরু হয় চুক্তিবদ্ধ জীবন।
এক-এক করে যুক্ত হতে থাকি নিত্ত-নতুন চুক্তিতে।

সম্পর্কের অধিকারে
এড়িয়ে যাওয়ার অজুহাতে
কখনো দ্বায় নিয়ে
যুক্তির সাথে- বিনা যুক্তিতে
মেনে নিয়েছি চুক্তিবদ্ধ জীবন।

আসলেই কি মেনে নিই? মেনে নেয়ার স্বাধীনতা বা অস্বীকার করার স্পর্ধা আমাদের আছে? যদি থাকে তাহলে কেন একই বৃত্তে আটকে থাকা?

সৃষ্টিকর্তা পাঠিয়েছেন চুক্তি দিয়ে,
- জন্মিলে ফিরে যেতে হবে তারই কাছে -
আমরা চুক্তি করেছি সৃষ্টিকর্তার সাথে, ফিরে যাবার।

জন্ম-জীবন-বেঁচে থাকার উপর আমাদের নিয়ন্ত্রণ কোথায়? অস্থির সময়,অস্থির দিন, সব কিছু ঠিক হয়ে যায়।
সময় আটকে থাকেনা। বদল হয় চুক্তি-চুক্তিকারী..

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ