আফসোস

এস.জেড বাবু ২৮ অক্টোবর ২০১৯, সোমবার, ০৯:৩৩:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

স্বাধীনতা তোমার কি দুই চোখ বন্ধ !
কার কোলে ঘুমাও তুমি ?
যেন হাজার বছর অনাহারে কাতর !
তৃষ্ণার্ত বুকের জমি ।
একটা ভোজন পূঁজা করি আয়োজন
একটা মন্ডপ সাজাই তবে !?
রূপার কলশে লাল গাইয়ের দুধ
সোনার থালায় ফল রবে ।

তৃষ্ণা মেটেনা ? নেশা কাটেনা ?
রক্ত মাংসের বলী চাই ?
ভয় নেই !
তাজা লাশের খবরে- পুরুনো কবর
মিডিয়ায় পায়না ঠাঁই ।
ওহে স্বাধীনতার মনিঋষি গণ
তাজা মাংসের গন্ধ পাও ?
নাকি দুচারটা লাশে ক্ষিধে মিটেনা;
প্রতি নাস্তার টেবিলে চাও ?

ও আচ্ছা !!
কেউ মরেনি তোমার ? ছাত্র মরেছে ?
খবরে অচেনা মুখ ?
পাশের ঘরে তোমার সন্তান ঘুমিয়ে
দেখে জুড়িয়ে আসো দুই চোখ।
ভয় নেই জানি, তোমার ছেলেটা
পাশ্চাত্যের স্কুলে পড়ে !!
কারণ,
তুমি যে অক্ষাংশে আইনের শাষক
সেথায় বিচার কাঁদে অবিচারে ।

ফাঁকা রাস্তায় মরে বাসের চাপায়
মাতাল চালকের হাতে,
ধরা খায় কভূ জনতার রোষে
প্রায়ই ছাড়া পায় মধ্যরাতে।
কেউ মরে, গলে অন্ধ গলিতে
কেউ রক্তাক্ত রাজপথে,
বাবা-মা যাদের মানুষ করতে
তুলেছে তোমাদের হাতে।

ভিটে মাটি বেঁচে, দুই বেলা খেয়ে
দিন গুনে বুড়ো বাপ,
শিক্ষায় দিক্ষায় মানুষ হবে `মানুষ ‘
পালাবে অভিশাপ ।
আর কয়টা দিন পায়না সময়
ছাত্রটা মানুষ হওয়ার,
যে মানুষ জ্বালাবে মানচিত্রে প্রদীপ
সে লাশ হয়, কাঁধে বাবার।

বলি,
খানিক সময় পেলে ছাত্র হইও আবার
প্রবাসী সন্তানের পাঠশালায়,
শুনে নিও কেমন ওই মানচিত্রের শাষন
এদেশে তোমরা যে ভূমিকায় ।
শুনেছি-
কচি বাঁশ বাঁকে হাতের পরশে
পাকা কঞ্চি বাঁকে আগুনে,
তবে,
আগামী প্রজন্মটাকে স্বাধীনতা দাও
অন্তত নিরাপদ শিক্ষাঙ্গনে ॥
-
আফসোস
যদি আমার ছেলেটা মেধাবী তালিকায়
কলেজ পাশ করে ফিরে,
বলবো
যাদের বাবার ব্যাংক ব্যালেন্স নেই
তাদের নামতা হলেই চলে রে ।
ভীনদেশে যাবি ? স্পন্সর হবে না
ডোনেশন হবে না জোগাড়
থাক বাবা,
গাঁয়ের বাজারে গ্রোসারী খুলবো
কি দরকার অত পড়াশোনার !!

যেদিন স্বাধীনতার ঘুম ভেঙ্গে যাবে
তোর সন্তানকে ডেকে তুলিস ,
যদি স্বাধীন বিচারে অপরাধ কাঁদে
মেধাবী হতে বলিস ॥
-
___০৮/১০/২০১৯

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ