হঠাৎ হঠাৎ মেঘ হয়ে যায় মন। মনের জানালা গলে ঢুকে পড়ে বহুদূর থেকে উড়ে আসা পাখিদের গান।
কেটে যায় এমনভাবেই কিছু সময়, নিরুত্তর। কে জানে কেন, বড় একা মনে হয় নিজেকে। শীতের দিনে ধানের ক্ষেতে একপায়ে দাঁড়িয়ে থাকা সাদা বকটির মতো একা। এমন সময় মন যেন হঠাৎ করেই বলে ওঠে,
কে তুমি?
কাহার তরে তোমার এ জীবন, এ আনন্দ-বিষাদ, এ ক্ষণিকের উচ্ছ্বাস?
কে আছে তোমার, যার কাছে কিছু না ভেবেই খুলে দিতে পারো মন কুঠুরি?
খুঁজছো তো? পেলে কাউকে? মন হেসে ওঠে আপন মনে।
দেখেছো, এ অতৃপ্তিটা তোমাকে দিবানিশি কষ্ট দেবে বলে মুখিয়ে আছে। একদম পাত্তা দিও না। ওকে বলো, চাদরে মুখ ঢেকে ঘুমিয়ে পড়ো বাপু, আমার কাজ আছে। একটু দেখি তো জানালায় উঁকি দিয়ে, কুয়াশা সরে গিয়ে রোদ উঠলো কিনা! নরম রোদের ওমে মেলে ধরবো নিজেকে, নিজের মতো করে। দায় পড়েনি কোনও কাউকে খোঁজার, আপন সত্ত্বার পাশে রয়েছিই তো সর্বদা আমি।
২৭টি মন্তব্য
কামাল উদ্দিন
একপায়ে দাঁড়িয়ে থাকা সাদা বকটির মতো জীবন হলে আমার তো মনে হয় এটা খুব ভালোই একটা জীবন আপু।
রেহানা বীথি
হয়তো।
ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
আপনি ও ভালো থাকুন সব সময় আপু।
সুপর্ণা ফাল্গুনী
কে তুমি?
কাহার তরে তোমার এ জীবন, এ আনন্দ-বিষাদ, এ ক্ষণিকের উচ্ছ্বাস?
কে আছে তোমার, যার কাছে কিছু না ভেবেই খুলে দিতে পারো মন কুঠুরি? অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো
রেহানা বীথি
ভালোবাসা জানবেন আপু।
সুপায়ন বড়ুয়া
মন যেন হঠাৎ করেই বলে ওঠে, কে তুমি?
কাহার তরে তোমার এ জীবন,
এ আনন্দ-বিষাদ, এ ক্ষণিকের উচ্ছ্বাস?”
এরকম হাজার প্রশ্ন
উঁকি ঝুকি মারে
কেউ কি পায় উত্তর
আমায় বলতে পারে।
শুভ কামনা।
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যও দাদা।
ত্রিস্তান
আর এভাবেই নির্ভার কেটে যাক বাকীটা জীবন।
রেহানা বীথি
ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
লেখাটি শক্ত/সাহসী মনের প্রতিধ্বনি একান্ত ভাবে ধ্বনিত হচ্ছে।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাইয়া। অনেক ধন্যবাদ।
ফয়জুল মহী
অসামান্য ভাবনা I
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
অন্বেষা চৌধুরী
এমন সময় মন যেন হঠাৎ করেই বলে ওঠে,
কে তুমি?
কাহার তরে তোমার এ জীবন, এ আনন্দ-বিষাদ, এ ক্ষণিকের উচ্ছ্বাস?
কে আছে তোমার, যার কাছে কিছু না ভেবেই খুলে দিতে পারো মন কুঠুরি?
সত্যিই অসাধারণ। অসাধারণ উপস্থাপন
রেহানা বীথি
অনেক ভালোবাসা।
অন্বেষা চৌধুরী
এই প্রশ্নের উত্তর
বরাবরই নিশ্চুপ নিরবতা হয়
রেহানা বীথি
ঠিক তাই। ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
এ জীবনে কেউ কারো নয়, দিন শেষে সবাই একা। সাদা বকের মত একপায়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে – দিনশেষে আমি একলাই।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাই।
ইসিয়াক
চমৎকার ভাবনা।
শুভকামনা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
সত্যিই অসাধারণ লিখেছেন।
দিন শেষে আমরা সবাই একা।একদম একা
রেহানা বীথি
ভালোবাসা রইল।
আরজু মুক্তা
জীবন জীবনের তরে।
রেহানা বীথি
ভালো থাকবেন।
শুভকামনা সবসময়।
এস.জেড বাবু
না পাওয়ার মধ্যেও একটা চরম আনন্দ আছে,
নতুন করে খোঁজার আনন্দ।
এই অতৃপ্তিটুকুন থাক যত্নে।
ইচ্ছেগুলি জীবন্ত থাকবে।
অনেক সুন্দর লিখেছেন- মুগ্ধতা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন সবসময়।