আপন সত্ত্বার পাশে

রেহানা বীথি ৩১ জানুয়ারী ২০২০, শুক্রবার, ১১:৪৩:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

হঠাৎ হঠাৎ মেঘ হয়ে যায় মন। মনের জানালা গলে ঢুকে পড়ে বহুদূর থেকে উড়ে আসা পাখিদের গান।
কেটে যায় এমনভাবেই কিছু সময়, নিরুত্তর। কে জানে কেন, বড় একা মনে হয় নিজেকে। শীতের দিনে ধানের ক্ষেতে একপায়ে দাঁড়িয়ে থাকা সাদা বকটির মতো একা। এমন সময় মন যেন হঠাৎ করেই বলে ওঠে,
কে তুমি?
কাহার তরে তোমার এ জীবন, এ আনন্দ-বিষাদ, এ ক্ষণিকের উচ্ছ্বাস?
কে আছে তোমার, যার কাছে কিছু না ভেবেই খুলে দিতে পারো মন কুঠুরি?

খুঁজছো তো? পেলে কাউকে? মন হেসে ওঠে আপন মনে।
দেখেছো, এ অতৃপ্তিটা তোমাকে দিবানিশি কষ্ট দেবে বলে মুখিয়ে আছে। একদম পাত্তা দিও না। ওকে বলো, চাদরে মুখ ঢেকে ঘুমিয়ে পড়ো বাপু, আমার কাজ আছে। একটু দেখি তো জানালায় উঁকি দিয়ে, কুয়াশা সরে গিয়ে রোদ উঠলো কিনা! নরম রোদের ওমে মেলে ধরবো নিজেকে, নিজের মতো করে। দায় পড়েনি কোনও কাউকে খোঁজার, আপন সত্ত্বার পাশে রয়েছিই তো সর্বদা আমি।

৬৩০জন ৪৮৪জন
30 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ