
জগত বড়ই কঠিন
প্রয়োজনের মোহে
কেউ কারোর জন্য
করে না ঋণ ।
কষ্ট যখন বয়ে আসে
সকল বাধা এভাবেই
সুযোগ খুঁজে ।
কেউ পথ দেখায়
কেউ আবার অভাব দেখায়
কেউ আবার সে পথে
ঘুরপাক খায় ।
সময়-সুযোগে গ্রাস করে
আপন মানুষকে ভুলে যায়
লাভের আশায় সবাই প্রয়োজনে
মানুষকে আপন বানায় ।
চিন্তা বড়ই কঠিন
জগতে সবাই পরাধীন
এই ভুবনে বিশ্বাস ভেঙে
লোভীরা আজ শুধু’ই স্বাধীন ।
৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
জীবন বড় রহস্যময় তারচেয়ে রহস্যে ঘেরা মানুষের মন। স্বার্থের বেড়াজালে ঘুরপাকে আপন হয়ে যায় পর, পর হয়ে যায় আপন। খুব ভালো লিখেছেন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
লোভিরা সবখানে। এদের কাছে আপন পর কোনটারি মূল্য নাই।
দারুণ কবিতা।
শুভ কামনা
পপি তালুকদার
চরম সত্য কথা।মানুষ সুযোগ বুঝে কোপ মারে। স্বার্থপর মানুষ গুলোই বেশি সুযোগ সন্ধানী হয়ে থাকে।
চমৎকার লাগলো।
হালিমা আক্তার
স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। এতটুকু আশা ছবির গানের মতো বলতে হয়। খুব সুন্দর লিখেছেন শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
স্বার্থপর মানুষ মাত্রই সুযোগ সন্ধানী, তাদের কাছে নিজের স্বার্থবাদে কেউই আপন নয়।
সুন্দর কবিতা।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹