আপন মানুষ পর

আশরাফুল হক মহিন ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৭:১৮:৪৩অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

জগত বড়ই কঠিন
প্রয়োজনের মোহে
কেউ কারোর জন্য
করে না ঋণ ।

 

কষ্ট যখন বয়ে আসে
সকল বাধা এভাবেই
সুযোগ খুঁজে ।

 

কেউ পথ দেখায়
কেউ আবার অভাব দেখায়
কেউ আবার সে পথে
ঘুরপাক খায় ।

 

সময়-সুযোগে গ্রাস করে
আপন মানুষকে ভুলে যায়
লাভের আশায় সবাই প্রয়োজনে
মানুষকে আপন বানায় ।

 

চিন্তা বড়ই কঠিন
জগতে সবাই পরাধীন
এই ভুবনে বিশ্বাস ভেঙে
লোভীরা আজ শুধু'ই স্বাধীন ।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ