আমরা যারা বিশেষ করে শহরে বসবাস করি আমাদের কাছে বোতলের পানি একটি অপরিহার্য প্রয়োজনীয় জিনিস ।
কিন্তু আপনি জানেন কি বিভিন্ন কোমল পানীয় এর বোতলে দীর্ঘ দিন পানি পান করা ঝুঁকিপূর্ণ অনিরাপদ ?
প্রতিদিন বিশ্বে প্রতি পাঁচ মিনিটে প্রায় ২০ লক্ষ প্লাস্টিক বোতল বিক্রয় হয়। নির্দ্বিধায় বলা যায় যে প্লাস্টিক হচ্ছে পুরো বিশ্বেই বহুল ব্যবহৃত একটি সামগ্রী। কিন্তু নতুন গবেষণায় জানা যায় যে প্লাস্টিক অজান্তেই ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঢেলে দেয়।
আমরা অনেক দিন থেকেই জেনে আসছি যে বোতলজাত পানি বা মিনারেল ওয়াটার সাধারণ পানি থেকে ভালো, কারণ সেটা থাকে বিশুদ্ধ এবং ভিটামিনে ভরপুর।
সাধারণত কলের পানিকে বোতলে ভরে পরিবেশ অবান্ধব জল যোজন পদ্ধতিতে তা বিশুদ্ধ করা হয়। সত্যি কথা বলতে কি, কেবল প্লাস্টিক বোতল নয় বরং বোতল ছাড়াও প্লাস্টিকের যে কোন পণ্য আসলে মানুষের জন্য বিপদজনক। তাই প্লাস্টিক সামগ্রী ব্যবহার করার আগে সেগুলোর প্যাকেটে গায়ের লেখা ও চিহ্ন দেখে নেয়া খুবই জরুরি। কীভাবে বুঝবেন আপনার ব্যবহৃত প্লাস্টিক পণ্যটি নিরাপদ কিনা? শিখে নিন সেই পদ্ধতিটি।
প্লাস্টিক পণ্যে থাকা বিভিন্ন চিহ্ন ও তার অর্থ-
আপনারা সবাই একটু খেয়াল করলেই দেখবেন যে, যে কোনো ভালো মানের পানির বোতলের একদম নিচে একটি ত্রিকোণ চিহ্নের ভেতরের যে কোনো একটি শব্দ বা একটি সংখ্যা দেয়া থাকে। সেটা ১ থেকে ৭ এর ভেতরে হয়। এই চিহ্নটির মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আসলে বোতলটি সত্যিকার ভাবে নিরাপদ কিনা।
যদি নম্বর ১ থাকে-
যদি বোতলের গায়ে ১ লেখা থাকে তাহলে তা PET বা PETE হিসেবে পরিচিত যার অর্থ হচ্ছে এই সামগ্রীটি একবারই মাত্র ব্যবহার করা যাবে। কারণ বিভিন্ন দেশের einvironmental protection agency(EPA) এর মতে এসব সামগ্রী পুনরায় ব্যবহার করলে তা থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বের হতে পারে। এসব প্লাস্টিক থেকে antimony নামক এক প্রকার ভারি ধাতু নির্গত হতে পারে যা আমাদের দেহের হরমোনের কাজের উপর হস্তক্ষেপ করতে পারে। এটি থেকে ক্যান্সার উৎপাদক পদার্থও দেহে প্রবেশ করতে পারে।
যদি নম্বর ২ থাকে-
যদি প্লাস্টিক সামগ্রীটির ত্রিকোণের ভেতরে ২ লিখা থাকে তাহলে তা HDPE বা HDP হিসেবে পরিচিত যা ভাল মানের প্লাস্টিক হিসেবে বিবেচিত। এর কারণ হচ্ছে এই মানের প্লাস্টিকটি অন্য প্লাস্টিকের মত পানির সংস্পর্শে এসে রাসায়নিক পদার্থ নির্গত করে না।
যদি নম্বর ৩ থাকে-
এটি V বা PVC ধরনের যদি বোতলের গায়ে ৩ লেখা থাকে। আর এর মানে হচ্ছে ২ ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের দেহের হরমোনকে প্রভাবিত করতে পারে। কিন্তু তারপরও সারা বিশ্বেই PVC ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার হয়ে আসছে।
যদি নম্বর ৪ থাকে-
LDPE ধরনের প্লাস্টিক হচ্ছে ৪ নাম্বার। এর অর্থ হচ্ছে এটি পানির সংস্পর্শে এসে কোন ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে না। যদিও তাদের বেশির ভাগই অধিকাংশ প্লাস্টিক ব্যাগেই থাকে।
যদি নম্বর ৫ থাকে-
PP বা ৫ নাম্বার হচ্ছে ভালো মানের প্লাস্টিক। সাদা রঙ দেখে এই মানের প্লাস্টিক চেনা যায়। অনেক সময় এটা দেখতে একদম স্বচ্ছ হয়। PP প্লাস্টিক বেশিরভাগ ক্ষেত্রে দইয়ের কাপ ও সিরাপের বোতলে দেখা যায়।
যদি নম্বর ৬ থাকে-
৬ লেখা প্লাস্টিক সামগ্রী যদিও STIREN নামক পদার্থ নির্গত করে যা ক্যান্সার উৎপাদক। তবুও এই ধরনের প্লাস্টিক বিভিন্ন খাবার প্যাকেট করার জন্য ও কফি মগ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
নম্বর ৭-
সবশেষে যখন প্লাস্টিকের গায়ে কোন কিছু লেখা থাকে না তা PC ধরনের প্লাস্টিক হিসেবে পরিচিত। লেভেল ছাড়া বা কিছু লিখা ছাড়া প্লাস্টিক কোন ভাবেই ব্যবহার করা উচিত নয় কারণ এসব ধরনের প্লাস্টিক থেকে BPA নির্গত হয়। BPA এর পুরো নাম হচ্ছে bisphenol A যা শিল্প খাতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ এবং এটি আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু দুর্ভাগ্যবশত PC ধরনের প্লাস্টিক খাবার রাখার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের স্পোর্টস ড্রিঙ্কস ইত্যাদির বোতল হিসেবে ব্যবহার হয়। আর সবচেয়ে খারাপ যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ছোট বাচ্চাদের বোতল তৈরিতেও ব্যবহার হয়ে থাকে।
অতএব, যেসব প্লাস্টিক সামগ্রীতে ২, ৪ বা ৫ নম্বর থাকে সেসব নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কিন্তু যদি ১,৩,৬ বা ৭ থাকে তাহলে বুঝতে হবে যে সেসব সামগ্রী ব্যবহার করলে তা থেকে বিপদজনক রাসায়নিক পদার্থ অবশ্যই শরীরে প্রবেশ করবে। তাই চলুন আমরা এখনই সাবধান হই। নিজে রাসায়নিক উপাদানের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচি এবং প্রিয়জনকেও বাঁচাই।
Thumbnails managed by ThumbPress
২২টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
প্লাস্টিকের মতো খারাপ আর কিছুতে নেই। তবুও কিছু করার নেই।
ধন্যবাদ আপনাকে সমাজ-সচেতন এমন একটি পোষ্ট দেবার জন্যে। -{@
সঞ্জয় কুমার
আপনাকে ও অনেক ধন্যবাদ
অরণ্য
ভাই সঞ্জয়, বেশ কাজের পোস্ট দিয়েছেন। পোস্টটি আমাকে ভাবালো এবং কিছু শেখালো। অনেক ধন্যবাদ আপনাকে।
অরণ্য
মাথায় নিলাম ২, ৪, ৫। ২, ৪, ৫।
সঞ্জয় কুমার
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া ।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোষ্টের জন্য। -{@
সঞ্জয় কুমার
ধন্যবাদ
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সচেতন মূলক পোষষ্ট করায় ধন্যবাদ -{@
সঞ্জয় কুমার
হুম । সবাইকে সচেতন করার জন্যই এই লেখা । । ভালো থাকবেন
জিসান শা ইকরাম
জানা ছিল না।
অত্যন্ত দরকারী পোষ্ট এটি।
ধন্যবাদ সঞ্জয়।
সঞ্জয় কুমার
ধন্যবাদ মামা
অরুনি মায়া
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট দিয়েছেন আপনি।
আসলে প্লাস্টিক ক্ষতিকর জেনেও আমরা তা প্রতিদিন ব্যবহার করেই যাচ্ছি।
বিকল্প হিসেবে যদি কাঁচের বোতল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত তবে অনেকটাই ঝুকি মুক্ত হতে পারতাম।
ধন্যবাদ,,,,
সঞ্জয় কুমার
একটু সচেতন হলেই অনেক ক্ষতি এড়ানো সম্ভব ।
ভালো থাকবেন । । শুভ কামনা
মরুভূমির জলদস্যু
এখন থেইকা ২,৪,৫ ছাড়া বাকিগুলা বাদ।
এইটা খুবই ভালো একটা তথ্য আজকে জানতে পারলাম।
সঞ্জয় কুমার
জানুন এবং সবাইকে জানান ।
ধন্যবাদ
অরুণিমা
ধন্যবাদ দাদা।আজ হতে পানি নেয়ার সময় এটি দেখবো।
সঞ্জয় কুমার
আপনাকে ও ধন্যবাদ
ইমন
কার্যকর & তথ্যবহূল পোষ্ট। ধন্যবাদ 🙂
সঞ্জয় কুমার
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ
নীতেশ বড়ুয়া
দারুণ প্রয়োজনীয় পোস্ট… সেই সাথে বুকমার্ক করে রাখলাম 😀 😀 -{@
সঞ্জয় কুমার
ভালো থাকবেন দাদা
নীতেশ বড়ুয়া
(3 (y)