আয়’রে ছেলে আয়’রে মেয়ে
খেলবি তোরা নেচে গেয়ে।
রোজ বিকেলে হবে খেলা
দেখবো সবে সারা বেলা।
দারুণ হাসি মজা অতি
ছুটবে সবে নেইকো গতি।
লুকোচুরি খেলবে সবে
ভোজন হবে রাতে তবে।
ছোট্টো ছোট্টো ছন্দে ধরে
গানটি তারা যাবে করে।
গানের মেলা ভাঙা যখন
প্রাণে দোলা লাগবে তখন ।
হাতে হাতে রাখা সারা
নানা খেলা খেলে তারা।
গোল্লাছুট আর কানামাছি
ধাক্কা দিয়ে বলে আমি আছি।
দলে দলে নদীর ঘাটে
নাইতে বসে পাটে পাটে।
সাঁতার কাটা বর্ষাকালে
মাছ ধরেছে জালে জালে।
রচনাকালঃ
১১/০৭/২০২১
————————–
বর্ষার ছন্দ
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২
মাদল বাজে মনের ভিতর
ওই না বর্ষার ছন্দে
আশেপাশে ভরে গেছে
কদম কেয়ার গন্ধে।
বৃষ্টির শব্দ জল কলতান
দারুণ ভালো লাগে
বর্ষার আরো কত ফুল ওই
ফুটে আছে বাগে।
জেলে নেমে গোসল করা
নৌকা নিয়ে ঘোরা
কদম গাছে কেয়া গাছে
ফুল যে জোড়া জোড়া।
বর্ষাকালে নদের জলে
নানান জিনিস ভাসে,
দূরের কোনো স্থানে থেকে
মাঝি তেরে আসে ।
নতুন জলে নতুন মাছ ওই
করে শুধু খেলা,
মন খুশিতে সবাই ভাসে
নতুন নতুন ভেলা।
রচনাকালঃ
১২/০৭/২০২১
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।
মোঃ মজিবর রহমান
সুন্দর ছন্দে লিখা অভিভুত কবি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর হয়েছে মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
হালিমা আক্তার
বর্ষার চমৎকার রোমন্থন। শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।।
বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতি চিত্রণে সুন্দর কবিতাদ্বয়।
মুগ্ধতা শুভ কামনা রাখলাম নিরন্তর।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।।
আরজু মুক্তা
বর্ষার প্রকৃতির রূপ ভালো লাগলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনারইল