আদর-রৌদ্রের হেমন্ত

ছাইরাছ হেলাল ১৮ অক্টোবর ২০২০, রবিবার, ০৯:১৮:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

 

আড়ালের ছায়া-ডালে লুকোতে লুকোতে
দ্বন্দ-বিষাদের শরৎ শেষে,
নিস্তরঙ্গ খোলা হাওয়ায় টুপ করে বেড়িয়ে এসে
কেমন লাগছে এখন? হেমন্ত;
প্রত্যাশার চাঁদের মত
মুহুর্মুহু পূর্ণ ঝলমল নির্বিচার ভালোবাসায়;

নিমিষ-পলকে চোখ খুলে দেখি
রৌদ্র-আদরের হাসি ভরপুর অনিবার্য মুক্তির সদনে,
বছর ঘুরে সুগভীর হাইড আউট থেকে বেরিয়ে এলে
শরৎ যখন লুপ্ত-নির্গুণে।

নিকানো দাওয়ায় আঁচল মেলে সকাল-সূর্য
বসে থাকবে স্বজন সমবিভারে, বিপুল নম্রতায়;
নিষ্ঠুর ম্রিয়মাণ সবুজ বনানী ঘিরে
স্মৃতির মিছিল তুলে রেখে /ভুলে যেয়ে,
এসো হেমন্ত-পাখিদের সাথে গলা মেলাই,
এবারের এই সময়ে;

ছবি নেটের।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ