আত্ম দায়

কামরুল ইসলাম ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ০৪:৫৮:০৭অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

এড়িয়ে গেলে ভাল, চাপ নাই

বেরিয়ে যাওয়া যায়

হীন মন্যতায় একটু ভোগে

তবুও থাকে না দায় ।

অপেক্ষার প্রহর, স্বপ্ন ধুসর

মরিচিকা খায় কুঁড়ে

প্রজাপতি মন,  তবুও সারাক্ষণ

ফুলে ফুলে যায় উড়ে ।

আসেনা কাছে যে,  থাক না সে

নিজের মত আঁডালে

যে ছিল না,  তোমার অনন্যা

তাতে আর কি হারালে  ???

যে পাখী মানে পোষ

তার লাগে না খাঁচা

নিঃশ্বাসে প্রশ্বাসে ঐ

তাকে নিয়েই বাঁচা  ।।।

~~~~~~~~~~~~~~~

রচনা ঃ ০৪/০৯/১৯

ঢাকা

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ