
এড়িয়ে গেলে ভাল, চাপ নাই
বেরিয়ে যাওয়া যায়
হীন মন্যতায় একটু ভোগে
তবুও থাকে না দায় ।
অপেক্ষার প্রহর, স্বপ্ন ধুসর
মরিচিকা খায় কুঁড়ে
প্রজাপতি মন, তবুও সারাক্ষণ
ফুলে ফুলে যায় উড়ে ।
আসেনা কাছে যে, থাক না সে
নিজের মত আঁডালে
যে ছিল না, তোমার অনন্যা
তাতে আর কি হারালে ???
যে পাখী মানে পোষ
তার লাগে না খাঁচা
নিঃশ্বাসে প্রশ্বাসে ঐ
তাকে নিয়েই বাঁচা ।।।
~~~~~~~~~~~~~~~
রচনা ঃ ০৪/০৯/১৯
ঢাকা
১৫টি মন্তব্য
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর।
কামরুল ইসলাম
ধন্যবাদ
ফয়জুল মহী
চমৎকার ভাবনা
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
এভাবে কি আত্নদায় থেকে মুক্তি মিলে! যে পাখি পোষ মানে তার খাঁচা লাগেনা একদম বাস্তব। ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
সৌবর্ণ বাঁধন
খুব সুন্দর
কামরুল ইসলাম
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
অনবদ্য প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
আলমগীর সরকার লিটন
আপনাকেউ
রোকসানা খন্দকার রুকু
ভালো লাগলো। শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
আরজু মুক্তা
দারুণ
কামরুল ইসলাম
ধন্যবাদ