
আত্নীয়,,
তুমি তো নয় আমার আত্নার আত্নীয়
তবু তুমি আমার খুব প্রিয়,
জানি তুমি নয় মম হৃদয়ে মমতা
তুমি অন্তরে ললিত বেদনা.
তুমি নয় আত্নার আত্নীয় একাংশিক প্রেম
তবু শত বেদনায় বিগ্নতা !
তুমি অনাকাঙ্খিত অভিলাষী ইচ্ছে আমার
পাশাপাশি আত্নীয়তা মানায় না,
বেশ তো তোমার সম্পর্কে আজ পেয়ছি
শুধু লাঞ্চনা ও প্রবঞ্চনা,
তুমি আত্নীয়তার সম্পর্কের সমাধর করনি
একান্তে দিয়েছ ব্যস্ততা..!
তুমি সবুজ সোনালী আলোর রং ছড়ানো মায়াবী
দিনের একপ্রান্তে থেকে অন্য প্রান্তে আত্নীতা ভুলে যাও,
তবুও আত্নীতার বন্ধনে জ্যোৎস্না রাতে আমাকে ঝড়াও
তুমি তো নোও আমার আত্মার আত্নীয়,মম হৃদয়ে মমতা।
২১/০৩/২০১৭
২২টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
আত্নারর,আত্নীয়,জ্যোছৎনা,প্রন্তে, অভিলাশি,অনাকিত্ব এসব সংশোধন হবে দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দা, কৃতজ্ঞতা মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা,।
সংশোধন ও সম্পাদনাা করেছি।
ভালো থাকবেন দাদা শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“তুমি তো নয় আমার আত্নার আত্নীয়
তবু তুমি আমার খুব প্রিয়,”
প্রিয় জনরাই আপন হয়
আত্নীয়রা নয়।
কঠিন সত্য কেউ বলে না
যদি কষ্ট হয়।
ভাল লাগলো। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
দাদা,প্রিয় জনরাই আপন হয়
কষ্ট দিলেও সুখমনে হয়।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
দাদা অনেক গুলো বানান ভুলের জন্য কবিতার সৌন্দর্য, ভাবাবেগ খুঁজে পেলাম না। আশা করি বিষয়টি দেখবেন। আত্নার আত্নীয় না হলেও প্রিয় হওয়া যায়। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
সংশোধন করেছি দিদি,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা 🌹🌹
তৌহিদ
আমার অনেক পরিচিত আছেন যারা,আত্মীয় না হয়েও আত্মার মানুষ হয়েছেন। কবিতা ভালো হয়েছে।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দাদা, কখনো কখনো আত্নীয় না হয়েও আত্মীয়র চেয় বড় হযে যায়।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
দারুণ লিখেছেন।
আত্মার আত্মীয় নয় সে
তবুও সে থাকে বুকের বাম অলিন্দে
চিন চিন ব্যথা হয়ে
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
আপন হোক বা পর,
আত্মীয় সে সর্বক্ষণ,
ভালো থাকবেন দিদি শুভ কামনা।
ফয়জুল মহী
ভালোবাসাই সবচেয়ে বড় ।
সঞ্জয় মালাকার
ভালোবাসা যদি বড় মনে হয়,
প্রকাশ ময় সপ্তমী বিজয়,
ধন্যবাদ ভালো থাকবেন সব সময় শুভ কামনা দাদা।
ছাইরাছ হেলাল
আত্মীয়তা কিন্তু খুব কঠিন একটি বিষয়।
সঞ্জয় মালাকার
দাদা, যদি কিন্তুর কাছে আমি নয়,
আপনি আমি আমরা সবাই, একি আত্নার আত্নীয় মনে হয়।
ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা,
শুভ কামনা রইলো 🌹🌹
কামাল উদ্দিন
হেলাল ভাই বলেছে আত্মীয়তা বড় কঠিন বিষয়, আমি আর সহজ বলি কি করে……..শুভ কামনা জানিয়ে গেলাম কবি।
সঞ্জয় মালাকার
দাদা, কঠিন কে জয় করতে হয়,
বিষয় বড় কঠিন নয়,
দাদা বলে ডাকছি যখন, ঘনিষ্ট মনে হয়।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা,
মন্তব্যে মুগ্ধতা জানিয়ে গেলাম,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
আত্মার কাছাকাছি থেকেও সবাই আত্মীয়তা ধরে রাখতে পারে না।স্বার্থপরদের কাছে এসবের দাম নেই।
ভালো বলেছেন দাদা,
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দিদি,স্বার্থপরদের কাছে এসবের দাম নেই।
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা, ভালো থাকবেন সব সময় শুভ কামনা রইলো 🌹🌹
হালিম নজরুল
শুভকামনা রইল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, আপনার জন্যও অজস্র শুভ কামনা।