আত্মীয়

সঞ্জয় মালাকার ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ০৭:৫২:২৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

          আত্নীয়,,

তুমি তো নয় আমার আত্নার আত্নীয়

তবু তুমি আমার খুব প্রিয়,

জানি তুমি নয় মম হৃদয়ে মমতা

তুমি অন্তরে ললিত বেদনা.

তুমি নয় আত্নার আত্নীয় একাংশিক প্রেম

তবু শত বেদনায় বিগ্নতা !

তুমি অনাকাঙ্খিত অভিলাষী ইচ্ছে আমার

পাশাপাশি আত্নীয়তা মানায় না,

বেশ তো তোমার সম্পর্কে আজ পেয়ছি

শুধু লাঞ্চনা ও প্রবঞ্চনা,

তুমি আত্নীয়তার সম্পর্কের সমাধর করনি

একান্তে দিয়েছ ব্যস্ততা..! 

তুমি সবুজ সোনালী আলোর রং ছড়ানো মায়াবী

দিনের একপ্রান্তে থেকে অন্য প্রান্তে আত্নীতা ভুলে যাও, 

তবুও আত্নীতার বন্ধনে জ্যোৎস্না রাতে আমাকে ঝড়াও

তুমি তো নোও আমার আত্মার আত্নীয়,মম হৃদয়ে মমতা।

২১/০৩/২০১৭

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ