আত্মার অবগাহন

নাদিরা ইসলাম নাইস ১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ০৭:১১:৫৩অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

ক্ষীণকণ্ঠে নয়,
ভালোবাসার বহিঃপ্রকাশ করেছি তেজস্বীরুপে ।
হৃদয়ের ডাকবাক্সে পেয়েছি প্রেমানুভূতির এক দীর্ঘ পত্র!
চক্ষু বুজে সন্ধান পেয়েছি অসুপ্ত এক প্রেম-কাব্যের
ক্ষৌণি -প্রাচীর ।

দেহের সকল অঙ্গকে উপেক্ষা করে ভালোবাসা অনুভব করেছি-
শুধুমাত্র হৃদপিণ্ডের কম্পিত বিন্দুতে ।
ক্লান্ত অপরাহ্নে বটমূলের প্রশান্তির ছায়ায় রচিত
উপন্যাসের পাণ্ডুলিপি যেন তুমি ।
আবেগের প্ররোচনায় সুবিন্যস্ত বাস্তবতার তীরে ভাঙন!
ষোল মাত্রার ত্রিতালের অস্থির দাম্ভিকতায় বইছে
ভালোবাসার উজ্জীবিত তরী!

অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশে আমি নির্লজ্জ ।
বারংবার অকুণ্ঠিতচিত্তে উচ্চারণ করি -
" ভালোবাসি তোমায় , ভালোবাসি!
আর ভালোবাসি তোমায় ।
অনুভূতির তেজ্বসী প্রকাশেই যেন পরিপূর্ণতা।
এটুকুই যেন জীবনের সর্বোচ্চ প্রাপ্তি ।

ছবি গুগল ইমেজ থেকে।
১৭.০১.২০২০

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ