আত্মলিপি

কামরুল ইসলাম ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:০৩:৫৬অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

যতটা পথ চলি, দুর দুরান্তে ~
ততটা ধারণ করে বহন করি, অন্তস্থলে ~
সম্পুর্ণই আচ্ছন্ন করে রেখেছো, চিন্তায় চেতনায়, কর্মকাঠামোতে ~
এই টান নিবিড় আলিঙ্গন করে, হৃদয়ে সহবাসে ~
রন্ধে রন্ধে ছুঁয়ে যায়, মনের গভীরে ~
প্রস্ফুটিত হই, সুবাস বিলাই, যথারীতি ~
স্বপ্ন বুনি আকাশের বুকে, চিত্ত বর্ণীলে ~
জেগে উঠি, নিস্তব্ধতা ভাঙি, জোনাকির আলোতে ~
ডানা মেলে উড়ি, পানকৌড়ির দলে ~
কাছে চাই, একান্তীয় পাশে, স্নিগ্ধ কোমলতায় ~
ভোরের শিশির ভেজা উষ্ণতায় ~
মৃদু হাওয়ায় কাঁশ ফুলের শুভ্র দোলে ~
নিজেকে খুঁজে ফিরি, মায়া ভরা চোখের দৃষ্টিতে ~
অহর্নিশি কাটে আমার, পরম একাকীত্বে ~
নতুন নতুন রুপে তোমায় সৃষ্টিতে ।।।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৪/০২/২০২০
বি বাড়িয়া

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ