আজ ২৯ মার্চ

তির্থক আহসান রুবেল ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার, ১০:০৬:১৯পূর্বাহ্ন শুভেচ্ছা ১২ মন্তব্য
আজ ২৯ মার্চ, শুধুমাত্র আমার জন্মদিন উপলক্ষেই দিনটি বিখ্যাত নয় 🙂
আজকের এই দিনে মঙ্গল পান্ডে গুলি চালিয়ে বৃটিশ বিরোধী সিপাহী বিপ্লবের সূচনা করেন। আজ জন্ম গ্রহণ করেন উপমহাদেশের বিশ্বমানের নাট্যকার ও অভিনেতা উৎপল দত্ত, জন্মগ্রহণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ শাফী ইমাম রুমী, জন্মগ্রহণ করেন সর্বশেষ জীবিত জার্মান ফিলোসফার জনাব তির্থক আহসান রুবেল এবং বাংলাদেশী চলচ্চিত্রের উদীয়মান তারকা সিয়াম আহমেদ।
সবার পক্ষ থেকে জনাবে আলা, কিংবদন্তী, দুই বাংলার শ্রেষ্ঠ কবি-সাহিত্যিক-গীতিকার-সুরকার-গায়ক-নাট্যকার-পরিচালক-কাহিনীকার-গালিবাজ-ব্যানখোর তির্থক আহসান রুবেলকে জন্মদিনের শুভেচ্ছা 😉 কারণ তিনি নিজেই পোস্ট দিয়েছেন 😃
৩৭০জন ২৬৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ