আজ বিশ্ব 'ডিপ ফ্রিজ খালি করা' দিবস। উনিশত তেঁতুল সালে বিশিষ্ট মুমিন এবং সর্বশেষ জীবিত জার্মান ফিলোসফার জনাব তির্থক আহসান রুবেল (গাজীপুরী) কোরবানীর আগের দিনকে বিশ্ব 'ডিপ ফ্রিজ খালি করা' দিবস হিসেবে ঘোষণা করেন।
এই দিবসটির প্রধান প্রতিপাদ্য হচ্ছে: এর মাধ্যমে বেয়াই সহ নিকটবর্তী অতি আপন আত্মীয়ের বাড়ি পাঠানোর পাশাপাশি নিজেদের মাঝে ভাগাভাগির পরও বছরব্যাপী খাওয়ার জন্য কোরবানীর মাংসের বড় অংশ সেখানে সংরক্ষণ করা হয়।
গরীবের ১/৩ অংশের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিলেও ২%-৫% এর বেশী তাদের জন্য বরাদ্দ না রাখার পরামর্শ দেয়া হয়। এ ব্যপারে বিশেষ আগ্রহ রাখতে নিষেধ করেন বিশিষ্ট মুমিন তির্থক আহসান রুবেল (গাজীপুরী)। তিনি বলেন, যেহেতু তুমি ফ্রিজ খালি করিয়া পরিস্কার করিয়াছো, কাজেই সেই ১/৩ ভাগেও তোমার সর্বাধিক হক সংরক্ষিত আছে। যদি কেউ তার অন্যথা বলিয়ে থাকে, তাহলে সে কাফের-নাস্তেক। তাহার কল্লা পশুর চামড়া সাথে পাল্লায় দেয়া হইবে।
প্রচারে:
বিশ্ব 'ডিপ ফ্রিজ খালি করা' দিবস উদযাপন কমিটি
বিশিষ্ট মুমিন এবং সর্বশেষ জীবিত জার্মান ফিলোসফার জনাব তির্থক আহসান রুবেল (গাজীপুরী) মহোদয়ের ভক্তকূল
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ