আজ প্রপোজ ডে

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৫:৩৫:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

- আজ যে প্রপোজ ডে তা কি জানো তুমি?
* হ্যা জানি তো
- তুমি তো কখনো আমাকে প্রপোজ করলে না!
* কেন কিছুদিন আগেই তো যাদুঘরে প্রবেশের আগে প্রপোজ করলাম ফুল দিয়ে 🙂 ভুলে গিয়েছ?
- না ভুলব কেন? ওটা তো পুর্ব জনমের প্রপোজ, এই জনমে কি প্রপোজ করবে না?
* তাও ঠিক, প্রতিদিনই আমাদের নতুন জনম হয়, প্রতিদিনই আমরা একে অন্যকে নতুন ভাবে আবিস্কার করি।
- আমাকে আজ প্রপোজ করো।
* আমাদের প্রেম, ভালোবাসা তো চলছে, এখন প্রপোজ করে কি বলবো?
- তার আমি কি জানি? সমস্যা তোমার, তুমি প্রপোজ আগে কেন করোনি? এখন কিভাবে করবে তা তুমি জানো।
* আচ্ছা করছি প্রপোজ " আমি তোমার প্রেমে দিওয়ানা হয়েছি, আজীবন তোমাকে ভালোবাসতে চাই, তোমার প্রেমে নিমজ্জিত থাকার অধিকার চাই। তুমি কি আমাকে সে অধিকার দেবে?
- সঠিক নিয়মে হয়নি। হাটু গেড়ে হাতে ফুল নিয়ে বলো 🙂
* আচ্ছা এই হাটু গেড়ে বসলাম, বললাম আবার। এবার হয়েছে?
- আই লাভ ইউ জানু ♥♥
* আই লাভ ইউ জানুমনু 🙂
=====================================
আজ প্রপোজ ডে, প্রপোজ ডে তে জগতের সকল প্রেমিক প্রেমিকাকে আন্তরিক শুভেচ্ছা।
যখন প্রপোজ ডে চালু হয়নি এই দেশে, তার পুর্বেই লক্ষ লক্ষ প্রেমিক যুগল তৈরী হয়েছে এদেশে। তারা এখন কি করবে? প্রপোজ ডে বাদেই প্রেম হয়ে গিয়েছে, প্রেমের পরে বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। তারা এভাবে প্রপোজ করতে পারেন।
================================
প্রপোজ ডে তে সুধু প্রেমিক প্রপোজ করবে কেন? এই দিন এসেছে বিদেশ থেকে, বিদেশে তো প্রেমিকারাও প্রপোজ করে 🙂
আমাদের দেশেও এর প্রচলন হোক।

================================
ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই,
ভালোবাসা নিয়ে দিয়ে বেঁচে থাকতে চাই,
সকলে সুখি হোক,

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ