
আজ থেকে বহু বছর পর, ধরো তখন আমি জবুথবু বয়সের ভারে নয়তো মাটির বিছানায় কঙ্কাল হয়ে পড়ে আছি। যদি বেঁচে থাকি অনেক কিছুই ভুলে যাবো, নয়তো মনে করতে কেমন জানি এদিক ওদিক উঁকি মারবো কুঁচকানো চামড়ার প্রাচীরে আটকানো দগ্ধ সনাতনী চোখে।কি অদ্ভুত , তাইনা? কত শত চেনা জানা হয়ে যাবে ওপাড়ের অচেনা বাসিন্দা অথবা হারানো শোপিস। চাইলেও কাউকে দেখতে পাবো না বা দেখা দিবে না; এই জৌলুস হারিয়ে যাবে , ন্যুজ্ব হয়ে যাবে অঙ্গ- নুন-মরিচে মাখানো লবনাক্ত অভিজ্ঞতার একমুঠো মিষ্টি মায়ায়।
আজ থেকে বহু বছর পর, হয়তো আকাশের মিটিমিটি জোনাক হয়ে জ্বলবো কারো স্মৃতির উলঙ্গ ক্যানভাসে,নয়তো ইটের ভাটার মতো পুড়বো ধিকি ধিকি কারো আবাদী ফসলের জমিতে। ডানা ভাঙ্গা ঘাসফড়িংয়ের মতো ছটফট করবো অন্ধকার ঘরে নয়তো ফিরে আসবো গাঙচিলের বেশে শানবাঁধানো ঘাটে নব উদ্যমে। প্রাচীন থেকে প্রাচীনতম আকাশটা ছুঁয়ে যাবে ঝিলের কালচে-রূপালী প্রাবরণের উদ্দাম শরীরে , নতুন বৃক্ষরাশি পুরাতন সমাধিতে লালসালুর মজলিস বসাবে।
আজ থেকে বহু বছর পর নতুন রঙে ভরবে নীলাকাশটা, চাঁদের কলঙ্কের ভারে আঁধার নেমে আসবে পূর্ণ তিথিতে, বনসাইয়ের আকৃতিতে দিন বদলের হাওয়া লাগবে। ধূলোপড়া স্মৃতিতে উইপোকারা বাসা বাঁধবে, পালতোলা নৌকা জাদুঘরের নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীতে অবরুদ্ধ হয়ে ধুঁকে ধুঁকে মরবে। আবেগ হারিয়ে যাবে দূর বনবাসে, ব্যথার অনুভূতি কাঁচের বোতলে দাসত্ব নেবে।
ছবি-গুগল
রচনাকাল- ১২ই ডিসেম্বর ২০২০
১৬টি মন্তব্য
রিমি রুম্মান
আজ থেকে বহু বছর পরে পৃথিবী বদলে যাবে বহুগুণে। শুধু আমরা থাকব না পৃথিবীর বুকে।
সুপর্ণা ফাল্গুনী
মন্তব্যে প্রথম হবার জন্য অভিনন্দন ও ধন্যবাদ। সুন্দর মন্তব্যে খুব ভালো লাগা রইলো আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপমার শৃঙ্খলে জীবনবোধের উপস্থাপন প্রিয় কবি।
ভাবনা সদাই ঘুরা ফেরা করে
কখনো বা মন কেঁদে করে হাহাকার
শঙ্কা ভীতি ঘিরে ধরে বলে
মন সদা চায় পিছনে ফিরে যেতে আবার।
সুন্দর হৃদয় ছোঁয়া নিবেদন।
সীমাহীণ মুগ্ধতা ও ভালোলাগায়
শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। চমৎকার বিশ্লেষণ করেছেন। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ফয়জুল মহী
অপূর্ব শিল্প সাধন।
সুললিত কথামালা,
নিপুন সৃজনশীল।
পাঠে আপ্লূত হলাম ।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
আজ থেকে বহু বছর পর আমরা কি হবো কোথায় যাব, থাকব ভাবলে মাথা নষ্ট হয়ে যায়। কিছু চিরন্তন সত্য ভাবলে কষ্ট হয় আবার ভালোও লাগে না।
তারপরও চলছি চলতে হবে। ভালো লাগা রইল দিদিভাই🥰🥰
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর মন্তব্য আপু। নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ আপু। অবিরাম ভালোবাসা ও শ্রদ্ধা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত
তৌহিদ
আজ থেকে বহু বছর পরে আপনার এই লেখাট যখন ভবিষ্যৎ প্রজন্ম পড়বে তারা নিশ্চিত বলবে- সুপর্ণা দি ভাই ঠিক কথাই বলেছিলো। কারন তখন প্রেম হবে ডিজিটাল বুদ্ধি নির্ভর। কি ঠিক না?
চমৎকার লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
এমন মন্তব্য এর পর কিছু বলা যায় না ভাইয়া। অসম্ভব ভালো লাগে আপনার সুন্দর মন্তব্য। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
আলমগীর সরকার লিটন
বেশ তো এক অনুভূতির নতুনত্ব পেলাম কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
আরজু মুক্তা
তবুও ভালো কাজগুলো থাকে। যা তেকে শিক্ষা নেবে নতুন প্রজন্ম।
অসাধারণ একটা কবিতা
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার কাছে অসাধারণ লেগেছে এটা আমার অনেক বড় প্রাপ্তি। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণাই আমার সার্থকতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
শামীনুল হক হীরা
চমৎকার ভাবনার নান্দনিক উপস্থাপনা করলেন।। শুভকামনা নিরন্তর।।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন সতত