আজ থেকে বহু বছর পর

সুপর্ণা ফাল্গুনী ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার, ১২:০০:২৪পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আজ থেকে বহু বছর পর, ধরো তখন আমি জবুথবু বয়সের ভারে নয়তো মাটির বিছানায় কঙ্কাল হয়ে পড়ে আছি। যদি বেঁচে থাকি অনেক কিছুই ভুলে যাবো, নয়তো মনে করতে কেমন জানি এদিক ওদিক উঁকি মারবো কুঁচকানো চামড়ার প্রাচীরে আটকানো দগ্ধ সনাতনী চোখে।কি অদ্ভুত , তাইনা? কত শত চেনা জানা হয়ে যাবে ওপাড়ের অচেনা বাসিন্দা অথবা হারানো শোপিস। চাইলেও কাউকে দেখতে পাবো না বা দেখা দিবে না; এই জৌলুস হারিয়ে যাবে , ন্যুজ্ব হয়ে যাবে অঙ্গ- নুন-মরিচে মাখানো লবনাক্ত অভিজ্ঞতার একমুঠো মিষ্টি মায়ায়।

 

আজ থেকে বহু বছর পর, হয়তো আকাশের মিটিমিটি জোনাক হয়ে জ্বলবো কারো স্মৃতির উলঙ্গ ক্যানভাসে,নয়তো ইটের ভাটার মতো পুড়বো ধিকি ধিকি কারো আবাদী ফসলের জমিতে। ডানা ভাঙ্গা ঘাসফড়িংয়ের মতো ছটফট করবো অন্ধকার ঘরে নয়তো ফিরে আসবো গাঙচিলের বেশে শানবাঁধানো ঘাটে নব উদ্যমে। প্রাচীন থেকে প্রাচীনতম আকাশটা ছুঁয়ে যাবে ঝিলের কালচে-রূপালী প্রাবরণের উদ্দাম শরীরে , নতুন বৃক্ষরাশি পুরাতন সমাধিতে লালসালুর মজলিস বসাবে।

 

আজ থেকে বহু বছর পর নতুন রঙে ভরবে নীলাকাশটা, চাঁদের কলঙ্কের ভারে আঁধার নেমে আসবে পূর্ণ তিথিতে, বনসাইয়ের আকৃতিতে দিন বদলের হাওয়া লাগবে। ধূলোপড়া স্মৃতিতে উইপোকারা বাসা বাঁধবে, পালতোলা নৌকা জাদুঘরের নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীতে অবরুদ্ধ হয়ে ধুঁকে ধুঁকে মরবে। আবেগ হারিয়ে যাবে দূর বনবাসে, ব্যথার অনুভূতি কাঁচের বোতলে দাসত্ব নেবে।

 

ছবি-গুগল

রচনাকাল- ১২ই ডিসেম্বর ২০২০

৭০৩জন ৫১৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ