img_2017-04-28_22-10-12-320x320

ব্যক্তিগত পরিচয় তেমন নেই। সোনেলা ব্লগে লেখার সুত্রেই তাঁকে চেনা। চিনলাম তাঁকে বটবৃক্ষ হিসেবে। ব্লগের সর্বপ্রথম আইডি কারকদের একজন। তিনি আমাদের ছাইরাছ হেলাল ভাই। আজ তাঁর জন্মদিন। আমি খুবই আনন্দিত যে আমার জন্মদিন উইশ প্ল্যানের প্রথম পোস্ট আমি তাঁকে নিয়ে দিচ্ছি। উনার সম্পর্কে বলতে গেলে বলতেই হয়, উনার পোস্ট আমি খুব ভয় পাই। কি কঠিন কঠিন আনকমন শব্দ উনি যে কোথা থেকে সংগ্রহ করেন আমার জানা নেই। আমিতো মাঝে মাঝে ডিকশনারি খুঁজি। এর থেকে বুঝা যায় উনার শব্দ-ভান্ডার কতটা সমৃদ্ধ। উনার মত সাবলীল লেখক বোধকরি সোনেলায় আর একজনও নেই। সোনেলার গর্ব উনি।
আমার সৌভাগ্য হয়েছিলো দু'বার উনার দেখা পাবার। এত আস্তে আস্তে কেউ কথা বলতে পারে জানতাম না। যেন মনে হয় প্রতিটা কথা মেপে মেপে বলছেন। উনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছি। বুঝেছি শেখার এখনো অনেক বাকি আমার।

screenshot_2017-04-29-10-33-28_1-240x241
যাই হোক, একজন বটবৃক্ষ, বড় ভাই, অভিভাবক যাই বলি কম বলা হবে। এমন একজন নক্ষত্রকে সোনেলার সকল ব্লগার, পাঠক ও শুভানুধ্যায়ীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আরও অনেকটা পথ আমাদের সাথে নিয়ে চলুন, পথ দেখান এই কামনা করি। অন্য কেউ এই পোস্টটি লিখলে নি:সন্দেহে হাজারগুণ ভালো হতো। আমি অ-লেখক বলে সেভাবে উপস্থাপন করতে পারিনি। সেজন্য ক্ষমাপ্রার্থী।

screenshot_2017-04-29-10-32-07_1-240x241

 

0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ