আজ ইচ্ছে ঘুড়ির বনবাস

রেজওয়ানা কবির ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১১:২৫:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

পত্রিকাটির নাম "ইচ্ছেঘুড়ির বনবাস"

আজ সকালে একটি নিখোঁজ সংবাদ  বড় বড় ছাপা অক্ষরে বের হয়েছে,

মনের সব ইচ্ছেরা চুক্তি করে বনবাসে যাওয়ার যাত্রা শুরু করেছে।

রাস্তার সব অলিগলিতে, সেই নিখোঁজ সংবাদের খবর মাইকে প্রচার করা হচ্ছে।

সবার মনে একই প্রশ্ন  ইচ্ছেরা কেন এভাবে নিজেদের জলাঞ্জলি দিয়ে হারিয়ে গেল???

অনেক অন্বেষনের পরও পাওয়া যাচ্ছে না ইচ্ছেদের!!!

বেশকিছুদিনপর ইচ্ছেদের খুঁজে পেলো এক বেহুশ মাতাল।

ইচ্ছেদের হারানোর কারন জানতে চাইলে,

ইচ্ছেদের  নাটাই সুতায় আটকানো ঘুড়ির অনুভুতির ব্যাখ্যা,,,,

ছোটবেলায় তারা থাকে বাবা মায়ের বাক্সবন্দী,

তাই তাদের আর ডানা মেলে আকাশে  উড়ার শখ পুরন হয় না আর।

এরপর,একটু বড় হলে যখনই তারা ভাবে, এবার সময় এসেছে!তাদের বাক্স থেকে বেড়িয়ে পড়ার!

তখনই যুক্ত হয় কোন না কোন বাস্তবতার চরম আর তীব্র আকার!

যেখানে এক নিমিষেই ভেঙ্গে চুরমার হয়ে  হারিয়ে যায় ইচ্ছেদের  স্বপ্নযাত্রা।

মাতল হাওয়ায় উড়ে যায়  ইচ্ছদের পড়নের   বেনারশী আর রং বেরঙ্গের শখের আহলাদে তৈরী ও যত্নে গড়া বাক্স।

অতঃপর মাস যায়, বছর যায়,

একটা সময়, ইচ্ছেদের পায়ে বেড়ী পরিয়ে দেয় সমাজ নামক এক খোলসযুক্ত পাত্র।

এভাবে ধীরে ধীরে ইচ্ছেগুলো যতদিন যায় ততোই গুমরে,পঁচতে পঁচতে  মনের এক বিশাল জায়গা জুড়ে আবাসস্থান তৈরী করে।

হায়রে আবাস!

যেখানে ঘুনেপোকা,উইপোকা টিকটিকি আর ইঁদুর মিলে সেই আবাসের আরও বারোটা বাজায় আর কি!

সময়ের ঘুরপাকে ধীরে ধীরে ইচ্ছেদের চেনা শহর, চেনা অলিগলি, চেনা আবাস অচেনায় পরিনত হতে থাকে।

এরপর হঠাৎ ইচ্ছেরা শিশিরের শব্দের মতো টুপ করে আওয়াজহীন পড়ে যায় সদর দঁড়জায়।

তবুও ইচ্ছেরা মচকে গেলেও ভাঙ্গে না।

তাদের আহত শরীর নিয়ে অপেক্ষার প্রহর গোনে!

আর আবার নতুন করে স্বপ্ন দেখে নগ্ন পায়ে

শিশিরের স্পর্শে শিউরে উঠতে!

কিন্তু বাস্তবতার চরম নিরিখে আর হয়ে ওঠে না তাদের এইসব স্বাদ আহলাদকে প্রশয় দেয়া।

তাই শাখ দিয়ে, উলু দিয়ে, সানাই বাঁজিয়ে এতো ঘটা করে আয়োজন করলো ইচ্ছেদের বনবাসের।

ইচ্ছেরা এখন ঘুড়ির নাটাই সুতায় আটকে পড়া প্রানহীন নিছক অবশিষ্টাংশ।

আজ ইচ্ছেঘুড়ির বনবাস।

বেহুশ মাতাল বিভোরে ঘুমিয়ে আছে এখনো।

হয়ত মাতালও সঙ্গী হতে চায় ইচ্ছেদের সাথে!  ইচ্ছেদের হাল এখন,,,,,

ইচ্ছেরা দুঃখের যাবৎজীবন কারাগারের আক্ষেপের সেল থেকে চিৎকার করে বলছে,,,,

আমরাইতো তোমাদের বাঁচার প্রেরনা, এভাবে আর আমাদের জলাঞ্জলী দিও না 😭

আমরাও বাঁচতে চাই, স্বপ্ন দেখতে চাই।।।

ছবিঃ নেট থেকে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ