আজ আমার মন ভালো নেই
শৈশবে নিশ্চিন্তে; ভালোই ছিলাম,
কৈশোরে সবার সাথে মজা; নিতাম
যৌবনে হেলায় ফেলায় জীবন কাটালাম,
পড়ন্ত বেলায় ভাবি, একি করিলাম !
তাই আজ আমার মন ভালো নেই।

আজ আমার মন ভালো নেই
গিন্নী বলে,খাবে কি! বাজারে যাও,
বাজারে আমি ঠিকই গেলাম-
শূন্য পকেটে ফিরেও এলাম,
তবু গিন্নীর হুংকার-
কি এনেছো ? আর কই? চাল তেল পিয়াজ ?
বুঝাবো কি করে তাকে,
বাজার দরে যে-ক্ষণে ক্ষণে আগুন লাগে।

আজ আমার মন ভালো নেই
আয়ের চেয়ে ব্যায় বেশী,
ছেলে মেয়ের আবদারের পেটে মারি লাথি!
ঋণ করে মাস হয় চলা!
বেতন হাতে এলে,
ঋণ পরিশোধেই পকেট ফাকা।

আজ আমার মন ভালো নেই
প্রতিদিনের পত্রিকায় নিউজ দেখি,
হাজারো কোটি টাকা বিদেশ পাচার!
করে কারা?
এসব প্রশ্ন করতে মানা-বলতে মানা!
বললেই নিশ্চিত হবে আমার জেল জরিমানা।

আজ আমার মন ভালো নেই
উন্নয়ণে ভাসছে দেশ
মাথা পিছু আয় বেড়েছে বেশ
নেতাদের বক্তৃতা লাগে যেনো বেশ বেশ
বাস্তবতায় নেই তার ছিটে ফুটোর একটুও লেশ।

আজ আমার মন ভালো নেই
ব্যবসায়িক রাজনীতিতে,
তেলবাজ নেতা আছে-নীতিবান নেই
গণতন্ত্র কথিত আছে বাস্তবতায় নেই।

আজ আমার মন ভালো নেই
ধনীর ধনাঢ্য বাড়ে,
গরীবের ভাগ্য না ফিরে-
লাথি মার ভাঙরে তালা
কে হাতে নিবে?
বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা।

আজ আমার মন ভালো নেই
বিশ্বাস খুজে বেড়ায় অবিশ্বাসের ঘরে
সম্পর্কের বিচ্ছেদে কত; কত রক্ত ঝরে
অর্থের কাছে সবাই পরাজিত,
আখেরাতের কথা-ভাবে না কেউ আগে পরে।

আজ আমার মন ভালো নেই
মন চায় সন্ন্যাসী হয়ে যাই,
খুজেঁ দেখি সেখানেও জায়গা নেই-
অসংখ্য পাগলের ভীরে-
আমি নতুন পাগলের ভাত নেই।

আজ আমার মন ভালো নেই
কোথায় আছো দয়াল সাই!
তোমায় কোথায় গেলে পাই?
খুজিঁ তোমায় আমি অবিরত-
এতো কঠিন বাস্তবতায়;
তোমায় ছাড়া আর কারোর উপর ভরসা নেই।

আজ আমার মন ভালো নেই।
আজ আমার মন ভালো নেই।

 

ছবি:নেট

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ