
আজ আমার জন্মদিনে শুধু একটি কথা চাই জানাতে,
পাপরাজ্যে জোর করে থাকব মনকে পেরেছি মানাতে।
সত্য কবিতার লাইনগুলো মিথ্যার শিকলে বন্দি,
হাজার বাঁধাতেও লিখব কবিতা মনের সাথে সন্ধি।
অবাক দৃষ্টতে দেখে হায়েনাদের চোখ হবে অন্ধ,
মিথ্যা গুজবের দুয়ার আজ অদৃশ্যের তালা বন্ধ।
অসীম ভয় আর কষ্টেও মানবোনা কখনো হার,
সত্য সুন্দর বাস্তবতায় করব আজন্মকাল পার।
৫টি মন্তব্য
শামীনুল হক হীরা
সোনেলার সকলকে জানাই অন্তরের অন্তস্তল থেকে ভালবাসা।
মোঃ মজিবর রহমান
কবির ইচ্ছে সদা সত্য হোক।
শামীনুল হক হীরা
প্রিয় অনেক অনেক ধন্যবাদ
আশরাফুল হক মহিন
শুভ জন্মদিন
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়