আজ আমার এত্তো গুলো মন খারাপ

সুরাইয়া নার্গিস ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ০১:০৪:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

আজ আমার এত্তো গুলো মন খারাপ।সুরাইয়া নার্গিস।

#যে মহিলা আমার জন্মের পর প্রথম আমায় কুলে নিয়ে আদর করছিল আজ সে বেঁচে নেই, আজ আমার তার জন্য মন খারাপ৷

#যে দোকানে প্রতিদিন চকলেট খেতে যেতাম বাকিতে , মাস শেষে আব্বু হিসাব ছাড়া টাকা দিতেন আজ আমার তার জন্য মন খারাপ৷

#স্কুলের প্রথম বেঞ্চে পাশে বসা সেই মেয়েটি যার পাশে আর কখনো বসা হয়নি, আজ আমার তার জন্য মন খারাপ৷

#নানু বাড়ির সেই কাসেম দোকানদার যার রকমারি ডাকে আমরা ছুটে যেতাম এক- দু-টাকার আইসক্রিম খেতাম গ্লাসে নিয়ে, আজ আমার তার জন্য মন খারাপ৷

#স্কুল থেকে বাসায় ফেরার পথের সেই আচারওয়ালা মামাটার জন্য আজ আমার মন খারাপ৷

#হাইস্কুলে সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা ভালোবাসি বলতে না পারা। অবুঝ সেই ছেলেটার জন্য আজ আমার মন খারাপ৷

#গ্রামের পথ ধরে হাঁটতে পিছলে পড়া কাঁদা মাখা আমার কান্না জড়ানো মুখটা দেখে, খিলখিলিয়ে হাসতে থাকা গ্রাম্য সেই সহজ সরল ছেলেটার জন্য আজ আমার মন খারাপ৷

#কলেজের প্রথম দিন তাকে দেখলাম নীল সার্ট পড়ে দাঁড়িয়ে ছিলো ইউনিভার্সিটির বারান্দায় কিছু বলবে বলে। ৪বছরে আমার অপেক্ষার হলো শেষ তবু হয়নি বলা ভালোবাসি, আজ আমার তার জন্যও মন খারাপ৷

#পত্রিকাওয়ালা যে আমার হাতে খবরের কাগজা টা তুলে দিতে পারায় বিশ্বজয়ের আনন্দ পেত আজ আমার তার জন্য মন খারাপ৷

#বন্ধুর বিয়ের প্রথম শাড়ি পড়া তার চোখের চাহনিতে নিজেকে হারিয়ে ফেলা কিছুটা নিরবতায় প্রথম দেখা ভালো লাগায় হাজার স্বপ্নের জাল বোনা আজ আমার তার জন্য মন খারাপ৷

#চাকরি জীবনের প্রথম যে স্যারটা সারাক্ষন খুনশুটিতে মাতিয়ে রাখতো আমাকে সহ পুরা অফিস কর্মস্থল আজ আমার তারজন্য মন খারাপ৷

#ফ্রেন্ডলিস্টে ঝুলে থাকা সেই ছেলেটা যার মৃত্যুর পর আমি তার রিকোয়েস্ট একসেপ্ট করছিলাম। আর কেঁদেছিলাম চিৎকার করে, আজ আমার তার জন্য মন খারাপ৷

#আমার অসুস্থতায় হাসপাতালে সেবা দানকারী ওই নার্সের জন্য আজ আমার মন খারাপ৷

#প্রতিদিন মেসেজ্ঞারে যার প্রথম শুভ কামনা থাকতো আমার জন্য আজ তাকে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানায়। আমি নেই সেখানে আজ আমার তার জন্য মন খারাপ।

#আমাকে বিয়ে করার জন্য অপেক্ষায় থাকা সব গুলো ছেলে যারা বার বার আমার বাবার দুয়ারে দাঁড়িয়েছে আমাকে বিয়ে করার জন্য। ততবার আব্বুর জবাব ছিলো আলিফ কোনদিন বিয়ে করবে না আজ আমার তাদের জন্য মন খারাপ৷

#আব্বুর অফিসের সেই পিয়ন যে তার নিজের টাকায় আমাকে চকলেট,কেক,বিস্কুট কিনে দিত, আজ আমার তার জন্য মন খারাপ৷

#ইউনিভার্সিটির জীবন শেষ করে ফেরার সময় প্রিয় স্যার,প্রিয় সহপাঠি,প্রিয় শিক্ষাঙ্গন আঙ্গিনার সব কিছুর জন্য আজ আমার মন খারাপ৷

#রাস্তার পাশের সেই ফুল বিক্রেতা যার ফুল আমি না কিনলে তার ব্যবসা সফলতা আসতো না তার বিশ্বাস, আজ আমার তার জন্য মন খারাপ৷

#আমার মনের না বলা হাজারো কথার ফুলঝুরি যা কাউকে বলবো ভেবে রেখেছিলাম, কিন্তু যোগ্য মনের মতো মনের অভাবে হয়নি বলা সে কথা আজ আমার তার জন্য মন খারাপ।

লেখিকা সুরাইয়া নার্গিস

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ