আজ অবাক এর জন্মদিন

সাবিনা ইয়াসমিন ৫ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৬:৫২:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

আজ অবাকের জন্মদিন।
ওহ! আপনারা ভাবছেন এই অবাকটা আবার কে? অবাক হলো আমাদের নিউ ব্লগার শাফিন আহমেদ। আমি ওর নাম রেখেছি অবাক। সে অল্পদিন হলো আমাদের উঠোনে এসেছে। আর এসেই আমাদের একের পর লেখা দিয়ে অবাক করে দিয়েছে। শুধু তাই নয় অল্পদিনের মধ্যেই ব্লগের সবার পোস্টে গিয়ে কমেন্ট করে করে শীর্ষ মন্তব্যকারীর স্থানটাও দখল করে ফেলেছিল! এমন ব্লগারের নাম অবাক না দিয়ে অন্য কিছু দিলে হয়!!

শুভ জন্মদিন সাফিন।
জন্মদিনের এইক্ষণে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
জীবনের সকল স্বপ্নগুলো পূর্ণতা পাক, অনেক বড় হও।
দোয়া আর অফুরান ভালোবাসায় বেড়ে উঠো প্রতিনিয়ত।

কেন ওর নাম অবাক হলো?
অবাকের স্কুল ভীতি 

অবাকের স্কুল ভীতি (শেষ পর্ব) 

সাফিনের প্রথম লেখাঃ  ২০৮০ সাল 

সাফিনের চতুর্থ লেখাঃ গল্প লিখতে বসেছি আজ 

তার লেখা এবং ব্লগে বিচরণের মাঝে একজন পরিপূর্ণ ব্লগারের গুন দেখা যায়।
নিয়মিত সাফিনকে আমরা সোনেলায় দেখতে চাই।

85 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress