Attention, আপনি আপনার গার্লফ্রেন্ড বা জাস্টফ্রেন্ডকে কিছু কাঁচের চুড়ি, একটা টিপের পাতা কিংবা একটা নেইলপলিশ কিনে দিন । এরপর পরবর্তি কয়েক মিনিট পর্যন্ত তার মুখভঙ্গি বা চোখের ভাষা পড়ার চেষ্টা করুন ।
যদি বুঝতে পারেন মেয়েটা খুশি হয়নি, তাহলে যত দ্রুত সম্ভব এই মেয়ের সঙ্গ পরিত্যাগ করুন । আশেপাশে কোনো ডাস্টবিন থাকলে, মেয়েটাকে ডাস্টবিনে ধাক্কা মেরে ফেলে দিয়ে ব্রেকয়াপ করে চলে আসুন ।
নাহলে ম্যানহোলের ঢাকনা খুলে মেয়েটাকে ম্যানহোলের মধ্যে রেখে, ঢাকনা লাগিয়ে দেয়ার পূর্বে তিনবার উচ্চারণ করুন, ব্রেকয়াপ, ব্রেকয়াপ, ব্রেকয়াপ । পিথাগোরাসের মতে তিন খুব শক্তিশালী সংখ্যা । ওনি বলেছেন : ‘তিন খুব শক্তিশালী সংখ্যা । তিন-এ আছে আমি, তুমি এবং সর্বশক্তিমান তিনি । সে জন্যই ত্রিভূবন, ত্রিকাল ও ত্রিসত্যি । কবুল বলতে হয় তিনবার, তালাক বলতে হয় তিনবার । পৃথিবীতে রঙও তিনটা । লাল, নীল এবং হলুদ । বাকি সব রঙ এই তিনের সংমিশ্রণ ।’
যে মেয়ে এরকম ছোট ছোট গিফটে খুশি হয়না, তাকে চাঁদে ঘুরতে নিয়ে গেলেও সে এক বুক হতাশা নিয়ে ভাবতে থাকবে :
- ‘ঈসসস, আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড তাকে নিয়ে মঙ্গলে ঘুরতে গিয়েছিল । আর আমাকে ঘুরতে নিয়ে এসেছে পৃথিবীর মাত্র এক চতুর্থাংশ পরিমাণ ছোট একটা উপগ্রহে, হুহহহহ! ( ভেংচি )
আমি বুঝিনা, ইউনিভার্সে কি জায়গার অভাব পরেছে? পৃথিবীর মতো প্রায় হুবুহু অনেক গ্রহ-উপগ্রহ আছে । এরকম ধাঁচের মেয়েগুলোর উচিৎ ঐসব গ্রহে জন্মগ্রহন করা । পৃথিবী সুন্দর ।🌸
Thumbnails managed by ThumbPress
২২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
” – ‘ঈসসস, আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড তাকে নিয়ে মঙ্গলে ঘুরতে গিয়েছিল । আর আমাকে ঘুরতে নিয়ে এসেছে পৃথিবীর মাত্র এক চতুর্থাংশ পরিমাণ ছোট একটা উপগ্রহে, হুহহহহ! ( ভেংচি ) ”
হাহাহাহা, দারুন লিখেছেন। কাঁচের চুড়ি, টিপের পাতা, নেইল পলিশ কিনে দিতে বলার পর বয় ফ্রেন্ডের চেহারা ক্যামন হবে ভাবছি। এগুলো চাইতে গেলে যদি ছেলেটা প্রেমিকাকে ন্যাকা-বোকা ভাবে, তাহলে কি করনীয়?! 😉
হিমু ভাই
এট ফার্স্ট থ্যাংকস টু ইউ🌸😊
এগুলো চাইতে হবে কেনো? ছেলেটার উচিৎ, না চাওয়ার আগেই ছোট ছোট গিফট করে সম্পর্কটাকে আরোও মিষ্টি করে তোলা । আর যে ছেলে একেবারেই কিছু গিফট করবে না, সে তো কিপ্টুস লেভেলের মানুষ, হাহা😁 কিপ্টুস থেকে দূরে থাকাই উচিৎ!
মাঝে মধ্যে চাইতেও পারেন কাঁচের চুড়ি বা টিপ । এতে ছেলেটা বোকা ভাবলে ভাবুক । বোকারা মনের দিক থেকে ভালো হয় । সুন্দর চামড়ার থেকে সুন্দর মন বেশি প্রয়োজন ।🌸
সাবিনা ইয়াসমিন
এটা কিন্তু ঠিক হলো না। আপনার লেখায় মেয়েরা টিপের পাতা, চুড়ি, নেইল পলিশ পেয়ে খুশি না হলে তাকে ম্যানহোলের নীচে চাপা দিতে, এমনকি আকাশে উড়িয়ে দেয়ার অপশন রাখলেন। আর ছেলের ব্যাপারে বললেন তাকে কেবল ইগ্নোর করতে!! এটলিস্ট তাকে ওভার ব্রিজ থেকে ধাক্কা মারার সাজেসনটা দিতেই পারতেন!! :/
পক্ষপাতিত্ব করলেন নাতো?
হিমু ভাই
ওপ্স, ভূল হয়ে গেলো তাহলে😁 ওকে, একটু খাচ্চোর টাইপের ভাষায় লিখি, ডোন্ট মাইন্ড: ‘যে ছেলেটা একেবারেই কিছু গিফট করবে না, সাধ্য থাকা সত্বেও কিপটামি করবে, তাকে ওয়াশরুমে নিয়ে কমোডের ভেতর মাথাটা ঢুকিয়ে আধ ঘন্টা পরে মাথাটা বের করে খুবই কোমল স্বরে জিজ্ঞেস করতে হবে : কি অবস্তা তারপর? 🐸
বন্যা লিপি
এইটা জব্বর কইছেন হিমু ভাই…..খুব পছন্দ হইছে হাহাহাহাহাহা……….
আহমেদ ফাহাদ রাকা
লজিকে একদম ভরপুর,এদের জন্য একটা সোম গ্রহ বানানো যেতে পারে, যেহেতু সাদিয়ার বয়ফ্রেন্ড মঙ্গলে নিয়ে গিয়েছিল তাই একদিন আগে সোমে নিয়ে যাওয়া যায়,তাতেও তার মন না ভরলে চাঁদে থেকে ফিরে আসার সময় প্যারাসুট পিঠে দিয়ে লকটা খুলে দিয়ে জেমস এর একটা গানের সুরে তাকে বিদায় দেওয়া যেতে পারে,বিদায় বান্ধবী বিদায় আমিও ভুলে যাবো তুমিও ভুলে যেও আমায়
বন্যা লিপি
আহমেদ ফাহাদ রাকাঃ হা হা হা
দারুন বইলেছেন দাদো 😂😂😂
আহমেদ ফাহাদ রাকা
হাহা হাহা 😂
হিমু ভাই
😁😁😁 লজিকে ভরপুর একটা মন্তব্য করেছেন ভাইসাব । ধন্যবাদ 🌸
সাবিনা ইয়াসমিন
@রাকা!!! হাহাহাহা, এতো লজিক নিয়ে রাতে ঘুমান ক্যামনে !! সোম গ্রহ বানানোর আইডিয়া আমার পছন্দ হয়েছে। মঙ্গলের আগে ঘুরাবে আর এটা বৃহস্পতি গ্রহ থেকে বড় হবে। তাহলে মন মোটামুটি ভরবে। 😀😀
বন্যা লিপি
সাবিনা, তুমি জানোনা রাকা কি জিনিস??? ও ঘুমায় না, রাকা সবাইরে জাগাইয়া রাখে😂😂😂😂😂
নিতাই বাবু
শিক্ষা হয়েছে আমার! আগে যা অজানা ছিল, আজ তা জানা হলো। দারুণ সাজেশন! আপনার এই পোস্ট বর্তমান প্রেম পাগল ছেলে-মেয়েদের অনেক উপকারে আসবে।
হিমু ভাই
ধন্যবাদ দাদাভাই🌸
প্রেম-ভালবাসা জীবনে আসবেই । তাই বলে অন্ধের মতো ভালবেসে একসময় সত্যিই অন্ধ প্রমাণিত হওয়ার আগেই মুক্তমনে সবদিক বিবেচনা করে ফাইনাল স্টেপে পা রাখা উচিৎ ।😊
মনির হোসেন মমি
হা হা হা কাউকে কোন কিছু উপহার দিয়ে যদি মন বুঝা যেত তবে সবাই তাই করত। মন এক আজব জিনিস কখন যে এ কি রূপ ধারণ করে বলাই মুশকিল।তবে হ্যা এটা দিয়ে তার লোভ লালসার গভীরতা বুঝা যায়।
তিন সংখ্যার তথ্যটি অপূর্ব। ভাল থাকবেন।
হিমু ভাই
ধন্যবাদ ভাইসাব🌸
হ্যাঁ, মানুষের মন আকাশের রঙ, এটা ঠিক । কিন্তু মেয়েদের মন বুঝার ক্ষমতা নাকি উপরেওয়ালা কাউকেই দেন নি । মেয়েরা হলো ভালবাসার বস্তু, তাদেরকে ভালবাসতে হয় । তাদের বুঝতে চেষ্টা করা উচিৎ না । এই ক্ষমতা প্রকৃতি কাউকে দেয় নি।
মনির হোসেন মমি
হুম! রাইট এন্সার -১০০ভাগ মার্ক। ধন্যবাদ।
বন্যা লিপি
মোটেই আজাইরা নয়, লজিক আছে আছে তো অবশ্যই। যে যেয় চুড়ি,ফিতা,নেলপলিশ,টিপে খুশি হবেনা, চোখ মুখ খুশিতে ডগমগ করবেনা……সে মেয়ে চুড়ি ওয়ালাকে বয় ফ্রেন্ডও বানাবেনা ডেফিনিটলি।
অনেক ভালো লাগলো লেখাটা পড়তে।
শুভ কামনা…. হিমু ভাই।
হিমু ভাই
ধন্যবাদ আপামনি🌸
আমি ছোট মানুষ, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি মাত্র । লিখালিখির অভ্যাস ততটা নেই । এই আরকি ফানি ওয়েতে কিছু লিখে ফেসবুকে পোস্ট করা হয় । তবে যাই’ই লিখি না কেনো, কাউকে ছোট করার উদ্দ্যেশ্যে না । লিখাটাকে ফানি ওয়েতে নিয়ে যাওয়ার জন্য আরকি😑
চাটিগাঁ থেকে বাহার
আপনার লেখাটি পড়ে আমার নিজের একটি লেখার কথা মনে পড়ে গেল!
লেখাটি আমার ব্লগেই আছে,
শিরোনাম: সুজনের প্রেমের চিঠি…‘‘প্রেমের হাতছানি’’
চিঠিতে প্রেমিক নিজেই প্রেমিকাকে প্রেম না করার জন্য উৎসাহিত করেছেন।
হিমু ভাই
ও আচ্ছা, বাহ😊
আরজু মুক্তা
স্যাটিসফিকশন জরুরি।
হিমু ভাই
জ্বি😐